shono
Advertisement
Hyderabad

একটি কলা ১০০ টাকা! বিদেশি দেখেই তালগাছে দাম, ভাইরাল ভিডিও

স্কটিস ভ্লগার তরুণ চমকালেন কলার দাম শুনে।
Published By: Kishore GhoshPosted: 09:42 PM Jan 18, 2025Updated: 09:52 PM Jan 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ টাকার জিনিস হামেশাই ত্রিশ টাকা হয়ে যায় পর্যটনস্থলে। ভ্রমণপ্রেমী বাঙালি মাত্রই একথা জানেন। এর উপর যদি 'কটা চামরা' অর্থাৎ কিনা বিদেশি পর্যটককে পাকড়াও করতে পারেন স্থানীয় বিক্রেতারা, তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে জিনিসের দাম বাড়তে পারে দশ গুণ অবধি। ভারতে আসা এক স্কটিস ভ্লগারের সঙ্গে তেমনটাই ঘটল। হায়দরাবাদের এক ফল বিক্রেতা ওই ভিনদেশি যুবকের কাছে একটি কলার দাম ১০০ টাকা চেয়ে বসলেন। এমন দাম চাওয়ায় যুবক বেজায় চমকে যান। এই ভিডিওই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে ঠিক কী দেখা গিয়েছে?

Advertisement

দেশবিদেশের নানা জায়গার খাবার চেখে দেখাই শখ স্কটল্যান্ডের বাসিন্দা হিউর। সম্প্রতি ভারতে সফরে হায়দরাবাদে আসেন তরুণ। সেখানকার অদ্ভূত অভিজ্ঞতার ভিডিও ‘হিউ.অ্যাব্রড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ইউটিউবেও নিজের চ্যানেল রয়েছে তাঁর। ইনস্টাগ্রামের ভিডিওতে দেখা গিয়েছে---রাস্তায় এক ফলবিক্রেতাকে দেখে কলার দাম জানতে চাইলেন হিউ। ফলবিক্রেতা উত্তর দেন---একটি কলার দাম ১০০ টাকা। দাম শুনে চোখ কপালে ওঠে তরুণের। প্রথমে ভেবেছিলেন ভুল শুনছেন। কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেও একই উত্তর মেলে।

হিউ সরাসরি জানান, এত দাম দিয়ে একটা কলা কিনবেন না। প্রশ্ন তোলেন, বিদেশিদের জন্যই কি এত দাম রাখা হয়েছে? যদিও স্কটিস তরুণের মন্তব্যকে মোটেই পাত্তা দেননি ওই ফলবিক্রেতা। এরপর হিউকে বলতে শোনা যায়, "ব্রিটেনে এই দামে আমি আটটি কলা কেনা যায়। জানি না, এখানে একটি কলার দাম কী করে এত হয়?"

সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ওই ফলবিক্রেতার সমালোচনা করেন নেটাগরিকরা। নেটদুনিয়ার অনেকেই ফলবিক্রেতার হয়ে বিদেশই যুবকের কাছে ক্ষমাপ্রার্থনাও করেন। অনেকেই জানান, বিদেশিদের সঙ্গে এই আচরণ তিনি বা অধিকাংশ ভারতীয় সমর্থন করেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশবিদেশের নানা জায়গার খাবার চেখে দেখাই শখ স্কটল্যান্ডের বাসিন্দা হিউর।
  • সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ফলবিক্রেতার সমালোচনা করে নেটাগরিকরা।
Advertisement