সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেশিনগান লাগানো গাড়ি নিয়ে বিবাহ আসরে বর-কনের এন্ট্রি! মেশিনগানের দু'পাশ দিয়ে বেরচ্ছে ধোঁয়া। সব থেকে বড় কথা মেশিনগানটি অবিকল 'অ্যানিম্যাল' ছবিতে ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্রের মতো। ওই মেশিনগানটিই সিনেমায় অ্যাকশনের সময় ব্যবহার করেছিলেন নায়ক রণবীর কাপুর। বিয়ের আসরে অবিকল সেই মেশিনগান নিয়ে আসায় জোর চর্চা হয়েছে। তবে মেশিনগানটি আসল নয়। বিয়ের এন্ট্রি উপলক্ষে নিখুঁত করে বানানো।
দিন কয়েক আগে @saini5019 নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। সেই ভিডিওটি নিয়েই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। এক ভারতীয় নবদম্পতি ওই ছবির বড় ভক্ত। সেই হিসেবেই তাঁরা ওই রেপ্লিকা তৈরি করেন। ভিডিওয় দেখা যাচ্ছে রেপ্লিকার দুই পাশে বর-কনে দাঁড়িয়ে। তাঁদের এন্ট্রির সময় 'অর্জুন ভাইলি' গানটিও বাজতে শোনা যায়। ২০২৩ সালে রণবীর কাপুরের এই সিনেমাটি রিলিজ করে। ব্লকবাস্টার এই ছবি বলিউডে বিপুল টাকার ব্যবসা করেছে। ওই সিনেমায় ৫০০ কেজি ওজনের মেশিনগানটি ব্যবহার করা হয়েছিল। বর-কনে সেখান থেকেই কি উদ্বুদ্ধ হয়েছিলেন? সেই প্রশ্ন উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করার পরেই তুমুল হইচই পড়ে যায়। ঝড়ের গতিতে সেই ভিডিও শেয়ার হতে থাকে। এখন অবধি ভিডিওটি ২৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। ৩ লক্ষ ৮০ হাজারের বেশি লাইক পড়েছে। ১২ হাজারের বেশি নেটিজেন মন্তব্য করেছেন সেই ভিডিওতে। ভালো-খারাপ মিশিয়েই মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ এভাবে বর-কনের বিয়েতে এন্ট্রি নেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে এই ঘটনাকে সাদরে গ্রহণ করেছেন।