ভিড় রাস্তায় উড়ল তাড়া তাড়া নোট! কুড়োতে লুটোপুটি আমজনতার

06:39 PM Jan 25, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ থেকে ছড়িয়ে পড়ছে টাকা। তাড়া তাড়া নোট উড়ছে হাওয়ায়। না, কোনও সিনেমার দৃশ্য নয়। সত্য়িই এমন এক ঘটনার সাক্ষী হল বেঙ্গালুরু (Begnaluru)। স্বাভাবিক ভাবেই উড়তে থাকা নোট লুফতে গিয়ে বেঁধে গেল ট্র্যাফিক জ্যাম।

Advertisement

ব্যাপারটা কী? আসলে এক ভদ্রলোক কর্ণাটকের রাজধানী শহরের কেআর মার্কেট লাগোয়া এক ফ্লাইওভারের উপর থেকে টাকার বান্ডিল ছুঁড়তে শুরু করেন। আর তাতেই বেঁধে যায় শোরগোল। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম অরুণ। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, ওই ব্যক্তি ফ্লাইওভারের উপরে হেঁটে আসছেন। তাঁর বুকে একটা ঘড়ি। আর সঙ্গে ব্যাগভরতি নোট। এরপরই তিনি ব্যাগ থেকে নোট বের করে ছুঁড়তে শুরু করেন। ৩ থেকে ৪ বান্ডিল ১০ টাকার নোট ছোঁড়েন তিনি। পুরোটা রেকর্ড করছিলেন তাঁর বন্ধু। এরপরই পুলিশ ছুটে আসতে থাকে সেদিকে। কিন্তু কেউ তাঁদের টিকিটিও ছুঁতে পারেনি।

Advertising
Advertising

[আরও পড়ুন: চিনের কাছে জমি হারাচ্ছে ভারত, লাদাখের বহু পেট্রোলিং পয়েন্ট হাতছাড়া! রিপোর্ট পুলিশকর্তার]

পুলিশ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। কিন্তু এখনও ধরা পড়েনি কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। কিন্তু কেন এমন কাণ্ড করলেন ওই ব্যক্তি? পুলিশ জানিয়েছে, এর পিছনে রয়েছে নিছক নজর কাড়ার চেষ্টা। আসলে উনি একজন ইভেন্ট ম্যানেজার। তাই পাবলিসিটি স্টান্ট করতেই এসব করেছেন। ইচ্ছে করেই বেছে নিয়েছেন ভিড় এলাকা। ভিডিওটি পরে ছড়িয়ে দিয়েছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে।

তবে পুলিশ এহেন অভিযোগ করলেও অভিযুক্তের দাবি, তিনি অন্য উদ্দেশ্যে এই কাজ করেছেন। তাঁর কথায়, ”ট্র্যাফিক জ্যাম সৃষ্টির জন্য আমি দুঃখিত। কিন্তু আমার উদ্দেশ্য ভালই ছিল। সময় দিন। সব বলব।” এখন দেখার, তিনি এমন আজব কাজের জন্য কী যুক্তি দেখান। আপাতত সেটাই শুনতে আগ্রহী নেট ভুবন।

[আরও পড়ুন: লখিমপুর খেরির মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীপুত্রের জামিন, উত্তরপ্রদেশ-দিল্লিতে থাকায় নিষেধাজ্ঞা]

Advertisement
Next