সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি স্কুলের অফিস ঘরে শিক্ষিকার সঙ্গে অবাধ যৌনতা প্রধান শিক্ষকের! পড়ানোর ফাঁকেই স্কুলের মধ্যে দিনের পর দিন এই কাণ্ড চালিয়ে যাচ্ছিলেন মধ্যবয়সি দুই জন। তবে কথায় বলে চোরের ৭ দিন, গৃহস্থের একদিন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকার এহেন কুকীর্তির ভিডিও ভাইরাল হয়ে গেল সোশাল মিডিয়ায়। ভিডিওটি সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। অভিযুক্ত দুজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনা রাজস্থানের চিতোরগড়ের এক সরকারি স্কুলের। অভিযোগ, প্রায়দিনই অভিযুক্ত ওই শিক্ষক স্কুলের এক শিক্ষিকাকে নিজের অফিসে ডেকে তার সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন। অফিসের সিসিটিভি ক্যামেরার সামনেই চলত তাঁদের কুকীর্তি। কোনওভাবে অভিযুক্তদের গোপন ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর পরই শুরু হয় বিতর্ক।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন অভিযুক্ত শিক্ষিকা। তাঁকে চুম্বন করছেন অভিযুক্ত শিক্ষক। চুম্বন ও অশ্লীলভাবে মহিলার গোপনাঙ্গে হাত দেওয়ার পাশাপাশি কখনও আবার মুখমেহন করতে দেখা যাচ্ছে অভিযুক্ত শিক্ষিকাকে। দুজনের এমন একাধিক যৌনতার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে। যার ফলে স্পষ্ট, দিনের পর দিন স্কুলের মধ্যে এই কাণ্ড চালিয়ে গিয়েছেন দুজন।
শুধু তাই নয়, আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, অফিস রুমে বসে ধুমপান করছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। কুকীর্তি নজরে আসতেই ওই শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ নেয় রাজস্থানের শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের আধিকারিক রাজেন্দ্র শর্মা বলেন, "প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি দিনের পর দিন স্কুলে এই ধরনের যৌনাচার চালিয়ে গিয়েছেন অভিযুক্ত দুজন। যার জেরে দুজনকেই সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধ প্রমাণিত হলে শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"