পৌষালী কুণ্ডু: ১০০ বছর বয়সি ‘তরুণ’ বিয়ে করলেন ১০২ বছর বয়সি ‘তরুণী’কে। যুগলের বয়সের সমষ্টি ২০২ বছর ২৭১ দিন। শতায়ু ব্যক্তি হিসাবে বিয়ে করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন আমেরিকার ফিলাডেলফিয়ার বাসিন্দা বার্নি লিটম্যান। তিনি আংটি পরিয়ে দিয়েছেন নয় বছর আগে বৃদ্ধাবাসে আলাপ থেকে প্রেমিকা হয়ে ওঠা মেজরি ফিটারম্যানকে।
জানা গিয়েছে, বিয়েটা নাকি এই বছরের গোড়াতেই হয়ে গিয়েছে। চুটিয়ে সংসার করছেন শতায়ু দম্পতি। গত ৩ ডিসেম্বর তাঁদের নাম বিশ্বের সর্বজ্যেষ্ঠ দম্পতি হিসাবে গিনেস বুকে উঠতেই বিষয়টি জানাজানি হয়। প্রায় ছয় দশক আগে দুজনেই বিয়ে করেছিলেন তাঁদের প্রথম স্বামী ও স্ত্রীকে। বৈধব্যের পর নিজেদের সন্তান-নাতি-নাতনিদের বৃহৎ পরিবার ছেড়ে ফিলাডেলফিয়ার বৃদ্ধাবাসে এসে বসবাস শুরু করেন। সেখানেই জীবন সায়াহ্নে এসে একে অপরকে ভালোবেসে ফেলেন পেশায় ইঞ্জিনিয়ার বার্নি ও শিক্ষিকা মেজরি।
ভাগ্য এমনই, বার্নি ও মেজরি দুজনে প্রায় একই সময় পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির পড়ুয়া ছিলেন। অথচ তখন তাঁদের দেখাও হয়নি। বার্নির পৌত্রী সারা সিচ্যারম্যান এই বিয়ের খবর জানাতে গিয়ে বলেন, “আমার শতায়ু দাদু তাঁর ১০২ বছরের গার্লফ্রেন্ডকে বিয়ে করেছেন। ফিলাডেলফিয়ার বৃদ্ধাবাসের একই তলায় থাকেন তাঁরা। এর আগে ওঁরা দুজনেই ৬০ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন। ফের ১০০ বছরে গিয়ে নতুন করে ভালবাসা খুঁজে পেয়েছেন তাঁরা।” বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখন সংসারে ব্যস্ত বার্নি ও মেজরি।