shono
Advertisement
Viral Video

বরকে চমকে দিতে ছাঁদনাতলায় তুমুল নাচ বধূর! হতভম্ব আত্মীয়রা, ভাইরাল ভিডিও

নববধুর আচরণের সমালোচনা করছেন নেটিজেনদের একাংশ।
Published By: Kishore GhoshPosted: 08:48 PM Dec 10, 2024Updated: 08:48 PM Dec 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাঁদনাতলায় বধূর নিখাদ আনন্দের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হবু স্বামী এবং বরযাত্রীদের চমকে দিয়ে মণ্ডপে হঠাৎই নাচতে শুরু করেন তরুণী। বাস্তবেই ভ্যাবাচাকা খান বর। উপস্থিত অন্য আত্মীয়রাও হতভম্ব হয়ে যান। এই ঘটনায় 'নীতি-পুলিশ' জনতা সমালোচনা শুরু করেছে। পাশাপাশি ভাইরাল হয়েছে তরুণীর তুমুল নাচের ভিডিও। (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

‘সিম্পল অ্যান্ড কাম’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মেরুন রঙের লেহঙ্গা পরে তরুণী। সঙ্গে হাতে-কানে-গলায় জমকালো ভারী অলঙ্কার। প্রচলিত প্রথা অনুসারে বিয়ের মঞ্চের দিকে হেঁটে যাচ্ছিলেন কনে। কনের সঙ্গিনী বরমালা নিয়ে তার পাশে পাশে হেঁটে যাচ্ছিলেন। মাথায় চাঁদোয়া ধরেছিলেন আত্মীয়রা। এমন সময় সকলকে চমকে দিয়ে হঠাৎই নাচতে শুরু করেন তরুণী।

তুমুল নাচ দেখে ঘাবড়ে যান বর, বরযাত্রী-সহ সকলেই। তরুণী নাচলেও বাকিরা চুপ করে দাঁড়িয়েছিলেন। তা দেখে অবশ্য পরোয়া করেননি তিনি। কাউকে তোয়াক্কা না করেই নাচ চালিয়ে যান। বধূর চমকে দেওয়া নাচের ভিডিও রেকর্ড করেন উপস্থিত অনেকে। সম্ভবত তাঁদেরই একজন ওই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদল যখন নববধুর আচরণের সমালোচনা করেছেন। অন্যদের বক্তব্য, প্রাণ খুলে আনন্দ করায় কোনও অন্যায় নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘সিম্পল অ্যান্ড কাম’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
  • তুমুল নাচ দেখে ঘাবড়ে যান বর, বরযাত্রী-সহ সকলেই।
Advertisement