সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ মিনিট দেরিতে ক্যাব আসায় চালকের গায়ে থুতু দিলেন এক মহিলা। অকথ্য ভাষায় গালিগালাজও করলেন যুবককে। যাত্রী ও চালকের উত্তপ্ত বচসার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাব চালকের প্রতি মহিলার আচরণ দেখে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। ঠিক কী ঘটেছিল?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ৭ মিনিট দেরিতে ক্যাব আসায় চালককে গালিগালাজ করছেন মহিলা। যদিও মাথা ঠান্ডা রাখেন যুবক চালক। তিনি যাত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে কেন দেরি হয়েছে। এমনকী অভিযোগ থাকলে কোম্পানিকে জানাতেও বলেন। যদিও তাতেও শান্ত হননি ওই মহিলা।
এক সময় তিনি উত্তেজিত হয়ে থুতু ছিটিয়ে দেন চালকের গায়ে। এমনকী ব্যক্তিগত আক্রমণ করেন। তাঁকে বলতে শোনা যায়, এক টাকার ড্রাইভার, ড্রাইভারই থাকবে হবে সারা জীবন। আরও বলেন, ওই চালকের ছেলে মেয়েও ড্রাইভারই হবে। এই ভিডিও দেখে নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, এই আচরণের জন্য ওই মহিলাকে ব্যান করা উচিত অ্যাপ ক্যাব সংস্থার। অনেকে আবার চালকের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন।