shono
Advertisement
Russia

রুশ সেনাবাহিনীতে রয়েছেন আর কতজন ভারতীয়? জানাল কেন্দ্র

লোকসভায় এই নিয়ে মুখ খুললেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।
Published By: Biswadip DeyPosted: 08:47 PM Dec 13, 2024Updated: 08:47 PM Dec 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হচ্ছিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে। যা নিয়ে উদ্বেগ বাড়ছিল। অবশেষে শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হল, আর মাত্র ১৯ জন ভারতীয় রয়েছেন রুশ সেনাবাহিনীতে। বাকিদের ফেরত আনা সম্ভব হয়েছে।

Advertisement

এক লিখিত প্রশ্নের জবাবে এদিন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এই সংক্রান্ত তথ্য পেশ করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, এখনও কতজন ভারতীয় রয়েছেন রুশ সেনাবাহিনীতে। কেন তাঁদের ফেরাতে দেরি হচ্ছে। এর উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ''সরকারের সমন্বিত প্রচেষ্টার ফলস্বরূপ রুশ সশস্ত্র বাহিনীর বেশির ভাগ ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে। এবং বেশ কয়েকজনকে ভারতে ফেরানোও হয়েছে। বর্তমানে মাত্র ১৯ জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে রয়েছেন।''

আগেই জানা গিয়েছিল, সোশাল মিডিয়ায় ফেসবুক ও ইউটিউবে মোটা বেতনে বিদেশে চাকরির লোভ দেখিয়ে চালানো হয় প্রচার। জায়গায় জায়গায় এজেন্টও নিয়োগ করে তারা। এরপর কোনও বেকার যুবক চাকরির আগ্রহ প্রকাশ করলে সব রকম ব্যবস্থা করে তাঁকে পাঠিয়ে দেওয়া হত রাশিয়ায়। গন্তব্যে পৌঁছনোর পর কেড়ে নেওয়া হত ওই যুবকদের পাসপোর্ট। ফলে পালানোর কোনও সুযোগ থাকত না। সিবিআইয়ের দাবি, যুদ্ধে এই সব ভারতীয় যুবকদের একেবারে সামনের সারিতে রাখা হত। এই মানব পাচারের ফাঁদে পড়ে যুদ্ধে গিয়ে ইতিমধ্যেই আহত হয়েছে ও মারা গিয়েছেন ভারতের বহু যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোটা বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হচ্ছিল রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে।
  • যা নিয়ে উদ্বেগ বাড়ছিল। অবশেষে শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হল, আর মাত্র ১৯ জন ভারতীয় রয়েছেন রুশ সেনাবাহিনীতে।
  • বাকিদের ফেরত আনা সম্ভব হয়েছে।
Advertisement