সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩০-র কমনওয়েলথ গেমস আয়োজিত হতে চলেছে ভারতে। গুজরাটের আহমেদাবাদে হবে এই মেগা ইভেন্ট। কমনওয়েলথ গেমসের পর ভারতের লক্ষ্য কী? সেটাও স্পষ্ট করে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহমেদাবাদে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন ২০৩৬-র অলিম্পিক আয়োজন করাই পরবর্তী লক্ষ্য। তাঁর বিশ্বাস, আহমেদাবাদে অলিম্পিক হলে ভারত পদক তালিকায় সেরা পাঁচে থাকবে।
আহমেদাবাদে সংসদ খেল মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সম্প্রতি আমরা কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছি। তবে আহমেদাবাদের জনগণের এবার আরও বড় প্রস্তুতি প্রয়োজন। কারণ, এবার আমরা ২০৩৬-র অলিম্পিক আয়োজন করব।" এখানেই শেষ নয়। অলিম্পিক আয়োজনের আগে 'প্রস্তুতিও' ঠিক করে দিয়েছেন তিনি। অমিত শাহ বলেন, আহমেদাবাদের উচিত বেশ কয়েকটি প্রতিযোগিতা আয়োজন করা। যাতে অলিম্পিক আয়োজনের মতো ক্রীড়া সংস্কৃতি ও পরিকাঠামো তৈরি করা যায়।
শুধু অলিম্পিক আয়োজন নয়, সেখানে ভারত সাফল্যও পাবে বলে বিশ্বাসী অমিত শাহ। তিনি বলেন, "আমি বিশ্বাসী যখন ভারতে অলিম্পিক হবে, তখন ভারত মেডেল তালিকায় প্রথম পাঁচে থাকবে।" তবে সেটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। কারণ ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত শেষ করেছিল ৭১ তম স্থানে। জিতেছিল মোট ৬টি মেডেল। যার মধ্যে ছিল একটি রুপো ও ৫টি ব্রোঞ্জ। কোনও সোনা জেতেনি ভারত। তাছাড়া আহমেদাবাদে কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে বিতর্কও আছে। বিশ্বকাপ হোক বা কমনওয়েলথ, কেন একই শহরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে।
২০৩০ সালে শতবর্ষ পূর্ণ হচ্ছে ঐতিহ্যবাহী এই গেমসের। আর শতবর্ষে এই প্রতিযোগিতা বসবে নরেন্দ্র মোদির রাজ্যের আহমেদাবাদেই। গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় আহমেদাবাদকে সিলমোহর দিয়েছে ৭৪ সদস্য দেশ। এর আগে ২০১০ সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত।
