shono
Advertisement
D Gukesh

৫ কোটি টাকা পুরস্কার, বিশ্বজয়ী গুকেশকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ তামিলনাড়ুর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আর্থিক পুরস্কার ঘোষণা করেন।
Published By: Anwesha AdhikaryPosted: 05:11 PM Dec 13, 2024Updated: 05:11 PM Dec 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের জন্য ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন হয়েছেন তরুণ দাবাড়ু। পরের দিনই বিরাট অঙ্কের পুরস্কার পেলেন নিজের রাজ্য তামিলনাড়ুর তরফ থেকে।

Advertisement

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আর্থিক পুরস্কার ঘোষণা করেন। তিনি লেখেন, 'কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের অনবদ্য সাফল্যকে সম্মান জানাতে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হল। গুকেশের এই জয় গোটা দেশকে গর্বিত করেছে। খুশি এনে দিয়েছে দেশবাসীর মনে। আশা করি আগামী দিনেও এইভাবেই এগিয়ে যাক গুকেশ।" তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকেও কুর্নিশ জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী। তরুণ দাবাড়ুকে সাহায্য করেছেন উদয়নিধি, এমনটাই মত স্ট্যালিনের।

উল্লেখ্য, বৃহস্পতিবার গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন হতেই তরুণ দাবাড়ুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা। সেই তালিকায় ছিলেন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীরাও শুভেচ্ছা জানিয়েছেন চেন্নাইয়ের তরুণ দাবাড়ুকে। গুকেশকে মেডেল পরিয়ে দেওয়ার ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন স্ট্যালিন। তারপরের দিনই ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন তিনি।

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় চর্চা চলছে, বিশ্বজয়ী হয়ে কত টাকা পাবেন গুকেশ? চ্যাম্পিয়নশিপের প্রতিটি ক্লাসিকাল ম্যাচ জিতলে পাওয়া যায় ২ লক্ষ ডলার। গুকেশ তিনটি ম্যাচ জেতায় পেয়েছেন ৬ লক্ষ ডলার। অন্যদিকে দুই ম্যাচ জিতে লিরেন পেয়েছেন ৪ লক্ষ ডলার। ২৫ লক্ষ ডলার মোট পুরস্কার মূল্যের বাকিটা ভাগ হয়েছে দুজনের মধ্যে। অর্থাৎ সেখানে গুকেশের প্রাপ্তি ৭.৫ লক্ষ ডলার। সব মিলিয়ে ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ১৫ লক্ষ টাকা। এবার আরও ৫ কোটি টাকা পুরস্কার গেল গুকেশের ঝুলিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকেও কুর্নিশ জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী।
  • বৃহস্পতিবার গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন হতেই তরুণ দাবাড়ুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা।
  • সব মিলিয়ে ১৩.৫ লক্ষ ডলার পেয়েছেন গুকেশ।
Advertisement