shono
Advertisement
Seema Punia

ডোপ করে নির্বাসিত এশিয়ান গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদ, কেরিয়ারে তৃতীয়বার কলঙ্কের দাগ!

কতদিনের জন্য নির্বাসিত এই ক্রীড়াবিদ?
Published By: Arpan DasPosted: 01:46 PM Dec 06, 2025Updated: 01:46 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১৬ মাসের জন্য নির্বাসিত ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া। ৪২ বছর বয়সি ক্রীড়াবিদ দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। ১০ নভেম্বর থেকে সীমার নিষেধাজ্ঞা কার্যকরী করা হয়েছে। সম্প্রতি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে সীমার নাম রয়েছে।

Advertisement

তবে কোন দ্রব্য গ্রহণের জন্য সীমাকে নিষিদ্ধ করা হয়েছে, তা জানানো হয়নি। এর আগে দু'বার পুনিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ দ্রব্য গ্রহণের অভিযোগ উঠেছিল। তার মধ্যে একটি ঘটনা ঘটেছিল জুনিয়র লেভেলে, যখন তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর।

পুনিয়া দেশের হয়ে শেষবার লড়াইয়ে নেমেছিলেন ২০২৩-র অক্টোবরে। চিনের হাংঝৌয়ে এশিয়ান গেমসে সেবার তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। এছাড়া কমনওয়েলথ গেমসে চারবার পদক জিতেছিলেন তিনি। তবে এশিয়ান গেমসের পর আর দেশের প্রতিনিধিত্ব করেননি তিনি। ২০২৪-র প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে নামার যোগ্যতা অর্জন করতে পারেননি। তারপর অবসরের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তার আগে ২০০৪, ২০১২, ২০১৬ ও ২০২০ সালে ভারতের হয়ে অলিম্পিকে ডিসকাস ইভেন্টে নেমেছিলেন। ২০১৪-র এশিয়ান গেমসে তিনি সোনা জিতেছিলেন। এর আগে ২০০৪ সালে সবচেয়ে দূরে ডিসকাস ছুড়েছিলেন ৬৪.৪৮ মিটার। ২০০২ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।

চলতি বছরের শুরুতে প্যারা জ্যাভলিন থ্রোয়ার সন্দীপ চৌধুরীর কোচ হিসেবে কাজ করেছেন। যিনি প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। তবে শুধু পুনিয়া নন, সাম্প্রতিক সময়ে পূজা যাদব, মনজিৎ কুমার, কুলদীপ সিংয়ের মতো ক্রীড়াবিদদের ডোপিংয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১৬ মাসের জন্য নির্বাসিত ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া।
  • ৪২ বছর বয়সি ক্রীড়াবিদ দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন।
  • ১০ নভেম্বর থেকে সীমার নিষেধাজ্ঞা কার্যকরী করা হয়েছে।
Advertisement