shono
Advertisement
International Sports film festival

আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের ঝড়ে কাবু কলকাতা, উদ্বোধনী আসর যেন চাঁদের হাট!

মঙ্গলবার থেকে নন্দনে ১৩টি দেশের সিনেমা নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল।
Published By: Arpan DasPosted: 09:30 AM Feb 11, 2025Updated: 09:30 AM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে আরও একটি ফিল্ম ফেস্টিভ্যাল। এবার আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের ঝড়ে কাবু শহর তিলোত্তমা। আর উদ্বোধনী অনুষ্ঠান যেন একেবারে চাঁদের হাট। সোমবার রোটারি সদনে ঘণ্টা বাজিয়ে উৎসবের শুভ সূচনা করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। উপস্থিত ছিলেন পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ, অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং শতাক্ষী নন্দী।

Advertisement

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আসন্ন বাংলা কমেডি মুভি 'হাঙ্গামা ডট কম'-এর পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক স্যাভি। মঙ্গলবার, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন সিনেমা নন্দন থ্রি-তে দেখানো হবে। দুপুর ১.৩০ থেকে ৭.৩০ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। ২০২৪ ও ২০২৫-র পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সিনেমাগুলো দেখানো হবে এই উৎসবে। 

তবে শুধু কলকাতার মধ্যে আটকে থাকবে না এই ফেস্টিভ্যাল। দেশের আরও চারটি শহরে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। শিলিগুড়ি, লখনউ, দিল্লি ও পোর্ট ব্লেয়ারেও দেখানো হবে ২০২৪ ও ২০২৫-র পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সিনেমাগুলো দেখানো হবে। এবার সিনেমা উৎসবে থাকছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৩টি দেশের বিভিন্ন ভাষার মোট ২৪টি ছবি। প্রতিযোগিতায় থাকছে মোট ১৮টি সিনেমা। প্রতিযোগিতায় হাড্ডাহাডি লড়াই চলবে অস্ট্রেলিয়া (১), কলম্বিয়া (১), গ্রিস (১১), ইরান (২), জাপান (১), নিউজিল্যান্ড (১), সার্বিয়া (১), স্পেন (২), শ্রীলঙ্কা (১), মার্কিন যুক্তরাষ্ট্র (৪) ও ভারতের (৩) মধ্যে। এই সিনেমাগুলো প্রথমবারই এই দেশে দেখানো হবে।

এর সঙ্গে এবছর যুক্ত হচ্ছে নতুন একটি ক্যাটাগরি- এলজিবিটি কিউ স্পোর্টস ও অ্যাডভেঞ্চার স্পোর্টস। এই উৎসবকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। সেই সঙ্গে স্পোর্টস ফিল্ম উৎসবের মধ্যে দিয়ে খেলাধুলোর উন্মাদনা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শহরে আরও একটি ফিল্ম ফেস্টিভ্যাল। এবার আন্তর্জাতিক স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালের ঝড়ে কাবু শহর তিলোত্তমা।
  • আর উদ্বোধনী অনুষ্ঠান যেন একেবারে চাঁদের হাট।
  • সোমবার রোটারি সদনে ঘণ্টা বাজিয়ে উৎসবের শুভ সূচনা করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।
Advertisement