shono
Advertisement
Donald Trump

নিখাত-লভলিনাদের অলিম্পিক পদক জেতার সুযোগ দিন! ট্রাম্পকে চিঠি বক্সিং সংস্থার

২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার লভলিনা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:12 PM Jan 23, 2025Updated: 09:12 PM Jan 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক থেকে বাদ পড়বে বক্সিং! নিখাত জারিন, লভলিনা বরগোঁহাইরা আর পদক জিততে পারবেন না? এমন পরিস্থিতিই তৈরি হতে পারে আসন্ন অলিম্পিকে। সূত্রের খবর, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে হয়তো বক্সিং থাকবে না। এহেন পরিস্থিতিতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হল আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন।

Advertisement

২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন বক্সার লভলিনা। তার আগে বক্সিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন মেরি কম। তবে ২০২৪ সালের অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় বক্সারদের। কিন্তু সূত্র মারফত শোনা যাচ্ছে, আগামী অলিম্পিক থেকে বক্সিং ইভেন্টকেই ছেঁটে ফেলা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বক্সিং না থাকার সম্ভাবনাই প্রবল।

মার্কিন মুলুকে আয়োজিত অলিম্পিকে যেন বক্সিংকে অন্তর্ভুক্ত করা হয়, সেই মর্মে ট্রাম্পকে চিঠি লিখল আইবিএ। সেখানে বলা হয়েছে, "গত ১২ মাস ধরে অলিম্পিক অ্যাসোসিয়েশন বারবার বলেছে, লস অ্যাঞ্জেলসে বক্সিং থাকবে না। কিন্তু আমরা আশা করি, লস অ্যাঞ্জেলসের অলিম্পিকেও জায়গা দেওয়া হবে বক্সিংকে। সারা পৃথিবীর ভক্তরা বক্সিং উপভোগ করবেন।"

গত অলিম্পিকে দুই বক্সার ইমানে খেলিফ এবং লিন ইউ তিংয়ের লিঙ্গ পরিচয় নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছিল। দুজনকেই নিষিদ্ধ করেছিল বক্সিং সংস্থা। কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমতিতে তাঁরা খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত সোনা জেতেন দুই বক্সারই। কিন্তু প্রেসিডেন্ট হয়েই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, যেসমস্ত ক্রীড়াবিদদের লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে তাঁরা ক্রীড়াপ্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। সেই সিদ্ধান্তেও সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন। কিন্তু তাদের আবেদনে কর্ণপাত করে ট্রাম্প কি লস অ্যাঞ্জেলসে বক্সিংকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২০ সালের টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের বক্সার লভলিনা। তার আগে বক্সিংয়ে ভারতকে পদক এনে দিয়েছিলেন মেরি কম।
  • মার্কিন মুলুকে আয়োজিত অলিম্পিকে যেন বক্সিংকে অন্তর্ভুক্ত করা হয়, সেই মর্মে ট্রাম্পকে চিঠি লিখল আইবিএ।
  • গত অলিম্পিকে দুই বক্সার ইমানে খেলিফ এবং লিন ইউ তিংয়ের লিঙ্গ পরিচয় নিয়ে প্রবল বিতর্ক দানা বেঁধেছিল। দুজনকেই নিষিদ্ধ করেছিল বক্সিং সংস্থা।
Advertisement