shono
Advertisement

Breaking News

International hockey federation

বাংলার স্টেডিয়ামকে স্বীকৃতি আন্তর্জাতিক হকি ফেডারেশনের, এবার জাতীয় স্তরের খেলা হবে!

নতুন অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়ামটিকে ‘ক্যাটাগরি ২’ সার্টিফিকেট দিয়েছে ফেডারেশন।
Published By: Sulaya SinghaPosted: 03:01 PM Feb 10, 2025Updated: 03:01 PM Feb 10, 2025

স্টাফ রিপোর্টার: সল্টলেকে যুবভারতী স্টেডিয়াম চত্বরে নতুন তৈরি হওয়া হকি স্টেডিয়ামকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক হকি ফেডারেশন। নতুন অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়ামটিকে ‘ক্যাটাগরি ২’ সার্টিফিকেট দিয়েছে ফেডারেশন। ফলে জাতীয় স্তরের প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বাধা রইল না বাংলার। এই অনুমোদন দেওয়া হয়েছে ২০২৭ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত। যে প্রসঙ্গে হকি বেঙ্গলের সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুজিত বসু বলেন, “এই খবরে খুবই ভালো লাগছে। আমরা আরও এগিয়ে যাব।”

Advertisement

এফআইএইচের নিয়ম অনুযায়ী, যে স্টেডিয়ামগুলো ‘ক্যাটাগরি ১’-এর অনুমোদন পায়, তারা আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি পায়। এর পরের ধাপেই রয়েছে ‘ক্যাটাগরি ২’। এই স্টেডিয়ামগুলো জাতীয় স্তরের টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ছাড়পত্র পায়। আগে ভুবনেশ্বর, রায়পুর, রাঁচি, চেন্নাই, নয়াদিল্লির হকি স্টেডিয়ামগুলোতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বীকৃতি দিয়েছে এফআইএইচ।

রবিবার হকি ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে এফআইএইচের এই ছাড়পত্রের কথা পোস্ট করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক হকি সংস্থা সল্টলেকের স্টেডিয়ামটিকে ‘ক্যাটাগরি ২’ ছাড়পত্র দিয়েছে। এই ঘোষণার ফলে বাংলায় জাতীয় স্তরের হকি প্রতিযোগিতা আয়োজন করা এখন সময়ের অপেক্ষা। এমনকী হকি ইন্ডিয়া চাইলে এখানেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে। এই বাংলাতেই হয় বেটন কাপের মতো ঐতিহ্যশালী হকি প্রতিযোগিতা। তবে কলকাতা হকি লিগ হয় ঘাসের মাঠে। এই হকি স্টেডিয়াম গড়ে ওঠায় এবার থেকে এই অ্যাস্ট্রোটার্ফেই লিগের ম্যাচ করতে পারবে হকি বেঙ্গল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন অ্যাস্ট্রোটার্ফ স্টেডিয়ামটিকে ‘ক্যাটাগরি ২’ সার্টিফিকেট দিয়েছে ফেডারেশন।
  • ফলে জাতীয় স্তরের প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বাধা রইল না বাংলার।
  • এই অনুমোদন দেওয়া হয়েছে ২০২৭ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত।
Advertisement