shono
Advertisement
Neeraj Chopra

ফের বিশ্বসেরার মুকুট নীরজের, অলিম্পিকে সোনা জিতেও পিছনে পাকিস্তানের নাদিম

প্যারিস অলিম্পিকে পাকিস্তানের নাদিমের কাছে হেরেই সোনা হাতছাড়া হয়েছিল নীরজের।
Published By: Sulaya SinghaPosted: 02:00 PM Jan 11, 2025Updated: 02:00 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে পাকিস্তানের নাদিমের কাছে হেরে হাতছাড়া হয়েছিল সোনা। তবে ফের বিশ্বসেরার শিরোপা পেলেন সেই নীরজ চোপড়াই। সোনার ছেলেকে ২০২৪ সালের সেরা জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বেছে নিল প্রখ্যাত মার্কিন ম্যাগাজিন।

Advertisement

ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ম্যাগাজিন 'ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ' জানিয়েছে, ২৭ বছরের তারকাই গত বছরের বিশ্বসেরা পুরুষ জ্যাভলিন থ্রোয়ার। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্সকে পিছনে ফেলে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটি দখল করেছেন নীরজ। কিন্তু ৯২.৯৭ মিটার থ্রোয়ের সৌজন্যে অলিম্পিকে সোনা জিতেও কেন এই ম্যাগাজিনে সেরার সেরা হতে পারলেন না নাদিম? আসলে গত বছর অলিম্পিক ছাড়া আর মাত্র একটি ইভেন্টেই অংশ নিয়েছিলেন নাদিম। তা হল প্যারিস ডায়মন্ড লিগ। যেখানে চতুর্থ স্থানে শেষ করেছিলেন তিনি। আর সেই কারণেই ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থানে থেকে শেষ করেন নাদিম। এদিকে, গত অলিম্পিকে রূপো ঘরে তোলেন নীরজ। অল্পের জন্য হাতছাড়া হয় ডায়মন্ড লিগ। দোহা, লুসেন এবং ব্রাসেলসে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। শুধুমাত্র ফিনল্যান্ডে পাভো নুর্মি গেমসে জয়ী হন নীরজ। সেই সুবাদেই ক্রমতালিকায় বাকিদের টপকে গেলেন তিনি।

উল্লেখ্য, ১৯৪৮ সালে শুরু এই ম্যাগাজিনটি 'দ্য বাইবেল অফ দ্য স্পোর্ট' অর্থাৎ খেলার বাইবেল হিসেবে পরিচিত। আমেরিকার পাশাপাশি গোটা বিশ্বের খেলোয়াড়দের ব়্যাঙ্কিং প্রকাশিত হয় এই ম্যাগাজিনে। সেখানেই এক নম্বর হয়েছেন নীরজ। তবে এই প্রথম নয়, ২০২৩ সালেও তিনিই ছিলেন ব়্যাঙ্কিং শীর্ষে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্যারিস অলিম্পিকে পাকিস্তানের নাদিমের কাছে হেরে হাতছাড়া হয়েছিল সোনা।
  • তবে ফের বিশ্বসেরার শিরোপা পেলেন সেই নীরজ চোপড়াই।
  • সোনার ছেলেকে ২০২৪ সালের সেরা জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বেছে নিল প্রখ্যাত মার্কিন ম্যাগাজিন।
Advertisement