shono
Advertisement
Novak Djokovic and Carlos Alcaraz

অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টারে মুখোমুখি জকোভিচ-আলকারাজ, নয়া বিতর্কও সঙ্গী জোকারের

অন্যদিকে ক্যামেরা ভাঙার অপরাধে ৬৬ লক্ষ টাকা জরিমানা হল মেদভেদেভের। 
Published By: Arpan DasPosted: 06:07 PM Jan 19, 2025Updated: 06:07 PM Jan 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করে আছে ধুন্ধুমার লড়াই। একদিকে ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচ। অন্যদিকে ৪টি গ্র্যান্ড স্লাম জয়ী নতুন তারকা কার্লোস আলকারাজ। গত বছর প্যারিস অলিম্পিকের ফাইনালে শেষ হাসি হেসেছিলেন জোকার। এবার আলকারাজের সামনে বদলার সুযোগ। অন্যদিকে ক্যামেরা ভাঙার অপরাধে ৬৬ লক্ষ টাকা জরিমানা হল মেদভেদেভের। 

Advertisement

জকোভিচ রবিবার স্ট্রেট সেটে হারালেন চেক প্রজাতন্ত্রের জিরি লেহেচকাকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪)। শেষ সেট অবশ্য টাইব্রেকারে যায়। সেখানে জয় পান জকোভিচ। আর ম্যাচের পর তৈরি হল একপ্রস্থ বিতর্ক। চতুর্থ রাউন্ডে জয় লাভের পর কোর্টে ইন্টারভিউ দিতে রাজি হলেন না তিনি। গোটা ম্যাচজুড়েই তাঁকে ধিক্কার দেওয়া হয়েছিল। সেটার প্রতিবাদেই জিম কুরিয়ারকে সাক্ষাৎকার দিলেন না তিনি। তবে মাইক নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে যান। জকোভিচের কাণ্ডের প্রতিবাদ করলেন সানিয়া মির্জা।

অন্য ম্যাচে সহজে জিতলেন কার্লোস আলকারাজও। দ্বিতীয় সেট পর্যন্ত তিনি এগিয়ে ছিলেন ৭-৫, ৬-১ ব্যবধানে। তখনই তাঁর প্রতিপক্ষ জ্যাক ড্রেপার চোটের জন্য সরে দাঁড়ান। ফলে অনায়াসে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন স্প্যানিশ তারকা। আগামী মঙ্গলবার মুখোমুখি হবে জোকোভিচ ও আলকারাজ। এর আগে দুপক্ষের মধ্যে ৭টি ম্যাচ হয়েছে। সেখানে ৪টি ম্যাচ জিতেছেন জোকার। তিনবার আলকারাজ। গত বছর উইম্বলডনের ফাইনালে জিতেছিলেন আলকারাজ। অলিম্পিকে জয় পেয়েছিলেন জোকোভিচ।

অন্যদিকে অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় নিয়েও শান্তি নেই মেদভেদেভের। দ্বিতীয় রাউন্ডে হারার পর র‍্যাকেট দিয়ে ক্যামেরা ভেঙে দিয়েছিলেন তিনি। তার জন্য জরিমানা করা হল ৬৬ হাজার ডলার। তার আগে প্রথম রাউন্ডে জিতেও একটি ক্যামেরা ভেঙেছিলেন। সেই জন্য জরিমানা দিতে হবে ১০ হাজার ডলার। অর্থাৎ সব মিলিয়ে ৭৬ হাজার ডলার বা ৬৬ লক্ষ টাকা খেসারত গুনতে হবে মেদভেদেভকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করে আছে ধুন্ধুমার লড়াই। একদিকে ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জকোভিচ।
  • অন্যদিকে ৪টি গ্র্যান্ড স্লাম জয়ী নতুন তারকা কার্লোস আলকারাজ। গত বছর প্যারিস অলিম্পিকের ফাইনালে শেষ হাসি হেসেছিলেন জোকার।
  • এবার আলকারাজের সামনে বদলার সুযোগ। অন্যদিকে ক্যামেরা ভাঙার অপরাধে ৬৬ লক্ষ টাকা জরিমানা হল মেদভেদেভের। 
Advertisement