shono
Advertisement

Breaking News

Wrestling

রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে নির্বাসন! ভারতকে চরম হুঁশিয়ারি আন্তর্জাতিক কুস্তি সংস্থার

অলিম্পিকের আগেও একবার UWW-র তরফ থেকে নির্বাসনের হুমকি এসেছিল।
Published By: Arpan DasPosted: 09:00 AM Jan 25, 2025Updated: 09:00 AM Jan 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আন্তর্জাতিক কুস্তি সংস্থার হুঁশিয়ারির মুখে ভারতীয় কুস্তি ফেডারেশন। কুস্তিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে ভারতকে নির্বাসিত করার হুমকিও দিয়ে রাখছেন আন্তর্জাতিক কুস্তি সংস্থা অর্থাৎ UWW-র সভাপতি নেনাদ লালোভিচ।

Advertisement

২০২৩-র আগস্টে কুস্তির ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে। মূল কারণ ছিল, দীর্ঘদিন ধরেই ফেডারেশনে কোনও নির্বাচিত কমিটি ছিল না। দেশের কুস্তির দায়িত্ব ছিল ভারতীয় অলিম্পিক সংস্থার অ্যাড হক কমিটির হাতে। পরে বছরের শেষের দিকে নির্বাচনের পর ক্ষমতায় আসেন সঞ্জয় সিং। তাতেও সমস্যা মেটেনি। সেই কমিটিকে বাতিল করে ক্রীড়ামন্ত্রক। সেই নিয়েও দীর্ঘদিন অচলাবস্থা চলছে কুস্তি ফেডারেশনে। অলিম্পিকের আগেও একবার UWW-র তরফ থেকে নির্বাসনের হুমকি এসেছিল।

এই পরিস্থিতিতে তাদের তরফ থেকে ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান সঞ্জয় সিংকে জানানো হয়েছে, "UWW কোনওভাবেই কুস্তি ফেডারেশনে রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেবে না। অলিম্পিকের নিয়ম অনুসারে প্রতিটি ফেডারেশনের স্বায়ত্তশাসন থাকবে এবং তাদের এই নিয়মগুলো দায়িত্ব-সহ মেনে চলতে হবে।" সেই সঙ্গে সাবধান করা হয়েছে, "যদি নিয়ম ঠিকভাবে না মানা হয়, তাহলে দীর্ঘদিনের জন্য আপনাদের ফেডারেশনকে নির্বাসিত করা হতে পারে।"

এমনিতেই গত কয়েক বছর ধরে নানা ডামাডোল চলছে কুস্তিমহলে। একাধিকবার নির্বাসন নেমে এসেছে। যা নিয়ে ভারতীয় কুস্তি সংস্থার একটি সূত্র বলছে, "নির্বাসনের জন্য এমনিতেই জাতীয় ক্যাম্প আটকে রয়েছে। ক্রীড়ামন্ত্রক যদি নির্বাসন না তোলে এবং তার উপর যদি বিশ্ব কুস্তি সংস্থাও নির্বাসিত করে, তাহলে দেশের কুস্তিগিরদের বিরাট ক্ষতি হয়ে যাবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের আন্তর্জাতিক কুস্তি সংস্থার হুঁশিয়ারির মুখে ভারতীয় কুস্তি ফেডারেশন।
  • রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে ভারতকে নির্বাসিত করার হুমকিও দিয়ে রাখছেন আন্তর্জাতিক কুস্তি সংস্থা অর্থাৎ UWW-র সভাপতি নেনাদ লালোভিচ।
  • ২০২৩-র আগস্টে কুস্তির ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) সাসপেন্ড করে দেশের কুস্তি ফেডারেশনকে।
Advertisement