shono
Advertisement
Vinesh Phogat

'গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ভিনেশের', বিস্ফোরক অলিম্পিকে পদকজয়ী যোগেশ্বর

মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে প্যারিস অলিম্পিকে ফাইনালে নামতে পারেননি ভিনেশ।
Published By: Subhajit MandalPosted: 04:19 PM Sep 24, 2024Updated: 04:19 PM Sep 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া না করে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ভিনেশ ফোগাটের। পদক হাতছাড়া করা নিয়ে ভিনেশকেই বিঁধলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত। অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির মনে করছেন, ডিসকোয়ালিফাই হওয়ার দায় নিতে হবে ভিনেশকেই।

Advertisement

মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামতে পারেননি ভিনেশ। রাতভর ওজন কমানোর চেষ্টা করেছিলেন। তার জেরে ডিহাইড্রেশন হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় ভিনেশকে। ফাইনালে নামতে না পারা শুধু নয়, তাঁর নিশ্চিত রুপোর পদকও হাতছাড়া হয় ডিসকোয়ালিফাই হওয়ায়। ভিনেশের ফাইনাল না খেলতে পারা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ভারতীয় ক্রীড়া মহলে। রাজনীতিও হয়েছে বিস্তর। বিজেপি সরকারকে বিঁধে ভিনেশ নিজে যোগ দিয়েছেন কংগ্রেসে।

এবার প্রাক্তন কুস্তিগির তথা অধুনা বিজেপি নেতা যোগেশ্বর দত্ত কড়া ভাষায় বিঁধলেন ভিনেশকে। তাঁর বক্তব্য, "যে কোনও খেলায় ডিসকোয়ালিফাই হওয়ার দায় অ্যাথলিটকেই নিতে হয়। ভিনেশের ডিসকোয়ালিফাই হওয়ার দায়ও একান্তই তাঁর। নিয়ম একেবারে স্পষ্ট। এক গ্রাম ওজন বেশি হলেও অংশগ্রহণ করতে দেওয়া হয় না। সুতরাং ভিনেশের উচিত গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া। এ জন্য প্রধানমন্ত্রীকেই দোষারোপ করেছেন। এসব ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করা উচিত নয়।"

আসলে দিন কয়েক আগেই ভিনেশ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষাকে বিঁধেছিলেন। হরিয়ানার কংগ্রেস প্রার্থী অভিযোগ করেন, অলিম্পিকে স্বপ্নভঙ্গের পরে যখন তিনি হাসপাতালে ভর্তি সেসময়ে কেবল প্রচার পাওয়ার জন্য সেখানে দেখা করতে এসেছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা (PT Usha)। ভিনেশের অজান্তেই তাঁর সঙ্গে উষার ছবি তুলে সেটা নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকী, আইওসি তাঁদের কোনওরকম সাহায্য করেনি বলেও দাবি করেন কংগ্রেস নেত্রী। তার পরই তাঁকে পালটা বিঁধলেন বিজেপি নেতা যোগেশ্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া না করে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ভিনেশ ফোগাটের।
  • অলিম্পিকে পদক হাতছাড়া করা নিয়ে ভিনেশকেই বিঁধলেন কুস্তিগির যোগেশ্বর দত্ত।
  • অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির মনে করছেন, ডিসকোয়ালিফাই হওয়ার দায় নিতে হবে ভিনেশকেই।
Advertisement