সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ জানুয়ারি থেকে শুরু জাতীয় গেমস। এবার আসর বসছে উত্তরাখণ্ডে। আর তার আগেই সুখবর বাংলার অ্যাথলিটদের জন্য। জাতীয় গেমসে পদক জিতলেই চাকরি দেবে রাজ্য সরকার। থাকছে আর্থিক পুরস্কারও। প্রতিযোগিতা শুরুর আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে।
২৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৩৮তম জাতীয় গেমস। আর তার আগেই বাংলার অ্যাথলিটদের উজ্জীবিত করতে বড় ঘোষণা রাজ্য সরকারের। পদক জিতলে চাকরি পাবেন অ্যাথলিটরা। সেই সঙ্গে থাকছে আর্থিক পুরস্কারও। সোনাজয়ীদের দেওয়া হবে ৩ লক্ষ টাকা। রুপো ও ব্রোঞ্জজয়ী যথাক্রমে পাবেন ২ লক্ষ ও ১ লক্ষ টাকা।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই সন্তোষ ট্রফিজয়ী ফুটবলারদের নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় সেনের কোচিংয়ে আট বছর পর ভারতসেরা হয় বাংলা। রবি হাঁসদা ১৩টি গোল করেন। আর সন্তোষজয়ের পরই ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। পরে ধনধান্য অডিটোরিয়ামে ফুটবলারদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এবার জাতীয় গেমসে পদকজয়ীদের জন্যও বড় ঘোষণা। ক্রীড়া দপ্তরের থেকে জানানো হয়েছে, সন্তোষজয়ীদের মতো এক্ষেত্রেও অ্যাথলিটদের জন্য পুলিশে চাকরি দেওয়া হবে। সোনাজয়ীরা চাকরি পাবেন এসআই পদে। অন্যদিকে রুপো ও ব্রোঞ্জজয়ীরা কনস্টেবল পদমর্যাদার চাকরি। জাতীয় গেমস শুরুর আগে রাজ্য সরকারের ঘোষণা অ্যাথলিটদের বাড়তি উৎসাহ জোগাবে।