shono
Advertisement

তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র

'হর হর মোদি, ঘর ঘর মোদি'৷ The post তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 09:50 AM May 16, 2017Updated: 04:25 AM May 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লির মসনদে তিন বছর পূর্ণ করল মোদি সরকার৷২০১৪ সালে প্রবল জনমত নিয়ে সরকার গড়ার পর বিরোধীদের আক্রমণ, সাম্প্রদায়িক ও অসহিষ্ণু বলে ‘বুদ্ধিজীবী’দের চিল-চিৎকার সত্বেও যদি এখনই নির্বাচন হয়, তাহলে ক্ষমতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই৷এমনটাই উঠে আসছে ‘লোকাল সার্কেলস’ নামের একটি সংস্থানের সমীক্ষায়৷যদিও বেশ কিছু বিষয়ে জনতার মধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে৷তবুও প্রত্যেক ৫ জন ভারতীয়র মধ্যে ৩ জন মোদি সরকারের কাজে সন্তুষ্ট৷

Advertisement

[এবার বিদ্যুৎ উৎপাদনের জন্য ষাঁড়কে কাজে লাগাবে পতঞ্জলী]

‘লোকাল সার্কেলস’র চালানো এই সমীক্ষায় অংশগ্রহণ করেছেন ২০০টি শহরের প্রায় ২ লক্ষ ভোটার৷প্রায় ৪৪ হাজার মানুষ ওই সংস্থার ওয়েবসাইটে নিজেদের মতামত জানিয়েছেন৷তিন বছরের শাসনকালে এনডিএ সরকার ৬১% মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে সমীক্ষায় প্রকাশ৷৫৯% মানুষ মনে করেন যে, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথেই হাঁটছে৷যদিও মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা, শিশু  ও মহিলাদের বিরুদ্ধে ক্রমশ বাড়তে থাকা অপরাধ-সহ  বেশ কিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, তবুও তাঁদের আস্থা এখনও মোদিতেই৷মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা জমা দেওয়ার  (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) কেন্দ্রের উদ্যোগ প্রায় ৪৭% মানুষের মন জয় করেছে৷তবে সরকারের ড্রিম প্রজেক্ট ‘মেক ইন ইন্ডিয়া’ মাত্র ৮% লোকের সমর্থন পেয়েছে|

যেসব ক্ষেত্রে মোদি সরকারের পারফরম্যান্সে মানুষ সন্তুষ্ট তা হল-বিদেশ নীতি, সাম্প্রদায়িক সমস্যার সমাধান, পরিকাঠামোর উন্নতি ও সংসদে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করানো৷উল্লেখ্য, পাকিস্তানের প্রতি মোদির কড়া মনোভাব ও নীতিতে খুশি আম জনতা৷ওই সমীক্ষায় দেখা যাচ্ছে, ৮১% ভারতীয় মনে করেন মোদি সরকার আসার পর বিশ্বে ভারতের ছবি আরও উজ্জ্বল হয়েছে৷৬৪% মানুষ মনে করেন সরকারের পাকিস্তান নীতি সঠিক৷বিরোধীদের দাবি উড়িয়ে ৫১% ভারতীয় মনে করেন কালো টাকার বিরুদ্ধে নোট বাতিলের সিদ্ধান্ত সঠিকই ছিল৷

[জানেন, কুলভূষণের হয়ে লড়তে কত টাকা নিচ্ছেন আইনজীবী?]

বেশ কিছু বিষয়ে অসন্তুষ্টি থাকলেও জনতা যে মোদিতেই ভরসা রাখছে এই সমীক্ষায় তা স্পষ্ট৷তবে মানুষের মনে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি স্বচ্ছ হলেও অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষোভ স্পষ্ট৷৬৯% মানুষ তাঁদের এলাকার বিধায়ক বা সাংসদদের কার্যকলাপে অসন্তুষ্ট৷উল্লেখ্য, এ নিয়ে মোদি সরকারের পারফরম্যান্সের উপর  তৃতীয়বার সমীক্ষা চালাল ‘লোকাল সার্কেলস’৷এই সমীক্ষায় স্পষ্ট যে এখনই যদি নির্বাচন হয় তা হলে দেশ আবার বলবে ‘হর হর মোদি, ঘর ঘর মোদি’৷

[জোর খিদে, ম্যাকডোনাল্ডস দেখেই হেলিকপ্টার নামালেন চালক]

The post তিন বছর পেরিয়েও মোদিতেই ভরসা ৬০% ভারতীয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement