shono
Advertisement

‘পদ্মাবত’ নিষিদ্ধ নয় বলেই রাজস্থানে হেরেছে বিজেপি, উল্লসিত কর্ণি সেনা

ফের ছবি নিষিদ্ধ করার আরজি প্রধানমন্ত্রীকে৷ The post ‘পদ্মাবত’ নিষিদ্ধ নয় বলেই রাজস্থানে হেরেছে বিজেপি, উল্লসিত কর্ণি সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 AM Feb 02, 2018Updated: 10:50 AM Feb 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক অতীতে তাঁর চোখেমুখে এতটা খুশির ঝিলিক দেখা যায়নি৷ যতটা দেখা গেল বৃহস্পতিবার৷ রাজস্থানের তিন কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর৷ তিন কেন্দ্রেই পরাজিত বিজেপি প্রার্থী৷ আর তাতেই খুশি কর্ণি সেনার প্রধান লোকেন্দ্র সিং কালভি৷ ‘পদ্মাবত’ নিষিদ্ধ হয়নি বলেই বিজেপির এই হাল হয়েছে মনে করেন তিনি৷

Advertisement

রাজস্থানে উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, ৩ কেন্দ্র ছিনিয়ে নিল কংগ্রেস ]

ফল ঘোষণার সঙ্গে সঙ্গে রীতিমতো সেলিব্রেশনের মুডে চলে যান কর্ণি সেনার সমর্থকরা৷ এতদিন কর্ণি সেনার তাণ্ডবের পিছনে বিজেপিরই প্রচ্ছন্ন প্রশ্রয় দেখছিলেন অনেকে৷ কিন্তু এদিন যেন পাশা উলটে দিলেন কালভি৷ বুঝিয়ে দিলেন, তলে তলে কতটা বিজেপি বিরোধী হয়ে উঠেছেন এই স্বঘোষিত দেশপ্রেমিকরা৷ ‘পদ্মাবত’ নিয়ে নেতা-মন্ত্রীরা বহু বাক্যব্যয় করেছেন৷ কিন্তু সরকারি তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি৷ বরং সেদিক থেকে দেখলে, পদ্মাবত-এর মুক্তিতে সহযোগিতাই করেছে প্রশাসন৷ সেন্সর বোর্ড ছবিকে ছাড়পত্র দিয়েছে৷ সুপ্রিম নির্দেশ মেনে সব রাজ্যে ছবি মুক্তি পেয়েছে৷ যেখানে যেখানে ঝামেলা হয়েছে পুলিশ সুরক্ষা দিয়েছে৷ হলে হলে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ এমনকী বিজেপি শাসিত চার রাজ্যের অভিযোগও খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ গ্রেপ্তার হয়েছেন কর্ণি সেনা নেতা সূরজ পাল আমু৷ ফলত, কর্ণি সেনার তর্জন গর্জনই সার৷ আদতে প্রশাসন এই স্বঘোষিত দেশপ্রেমিকদের তেমন পাত্তা দেয়নি৷ সেই ক্ষোভই এদিন বদলে গেল সেলিব্রেশনে৷

কেন্দ্রীয় বাজেট ২০১৮: কোন কোন জিনিসের দাম বাড়ছে? ]

রাজস্থানের তিন কেন্দ্রের উপনির্বাচনেই পরাজয় হয়েছে বিজেপি৷ শাসকদলের হার এই প্রথম৷ কালভি জানাচ্ছেন, “পদ্মাবত নিষিদ্ধ না হওয়ায় কতটা ক্ষুব্ধ ছিলেন মানুষ তার প্রমাণ আগেই মিলেছে৷ এদিন তার ফল হাতে এল৷ আমি এখনও বলছি, প্রধানমন্ত্রী এ ছবি নিষিদ্ধ করুন৷ এ ছাড়া আর কোনও সমাধানের রাস্তা নেই৷”

উল্লসিত কর্ণি সেনার সদস্যরাও৷ বাজি পুড়িয়ে তাঁরা আনন্দে মাতেন৷ সমর্থকরা জানাচ্ছেন, “এ কোনও রাজনৈতিক দলের জয় নয়৷ আমাদের আন্দোলনের জয়৷ সংঘর্ষ সমিতির জয়৷ মানুষ আমাদের সমর্থন করেছে, তাই বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে৷ বিজেপি যদি এরকমভাবে চালিয়ে যায়, তবে আরও বিপাকে পড়বে৷”

কর্ণি সেনার কর্মকাণ্ডের দরুণ গেরুয়া শিবিরকে কম বদনাম সহ্য করতে হয়নি৷ হার কি তবে বিজেপির কাছে শাপে বর হল!

The post ‘পদ্মাবত’ নিষিদ্ধ নয় বলেই রাজস্থানে হেরেছে বিজেপি, উল্লসিত কর্ণি সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার