shono
Advertisement

সাবধান থাকুন ভুইফোঁড় সংস্থা থেকে, বাজারে লগ্নি করতে ভরসা রাখুন বিশ্বস্ত নামে

চড়া রিটার্নের ফাঁদে পা নয়।
Posted: 04:59 PM May 11, 2022Updated: 04:59 PM May 11, 2022

উচ্চ বা আকর্ষণীয় রেট দেখে গলে যাবেন না। বরং আস্থা রাখুন চেনাজানা, বিশ্বস্ত নামের উপর। বিশেষভাবে সাবধান থাকুন ভুইফোঁড় সংস্থা থেকে। জানালেন গৌতম কর্মকার, সিএফপি

Advertisement

ডিপোজিট রেট বেড়ে যাওয়ার সুখে বিনিয়োগকারীরা স্বভাবতই আনন্দিত। তাঁদের মধ্যে অনেকেই প্রতিশ্রুত হারে রিটার্ন চান, একাংশ তো এর উপরই খুব নির্ভরশীল। ডিপোজিট রেট বৃদ্ধির কারণে বাজারে বিভিন্ন এনবিএফসি বা হোম ফাইন্যান্স কোম্পানির উপর তাঁদের আস্থা বাড়বে বই কমবে না। বস্তুত, ভাল কোম্পানির ডিপোজিটে আস্থা রাখেন, এমন গ্রাহকের সংখ্যা বাড়তে চলেছে বলেই আমার বিশ্বাস।

আসলে প্রতিবারই এমন ট্রেন্ড হয়, যখন সাধারণভাবে ডিপোজিটের হার বাড়ে, তখন বাজারের নজর ঘুরে যায়। আমার গত প্রায় সাড়ে তিন দশকের অভিজ্ঞতায় এমনই দেখেছি বেশ কয়েক বার। মানুষ চান, বিশ্বস্ত সংস্থা, ভাল রেটিং-প্রাপ্ত বিকল্প, যথাযথ সার্ভিস। খুব উচ্চ হারের ডিপোজিট (যেগুলির রিটার্ন অস্বাভাবিক রকমের বেশি) নিয়ে কিন্তু দু’বার ভাববেন। চেনাশোনা নাম প্রথমেই খুঁজে দেখুন, নিরাশ হবেন না। ভুইফোঁড় সংস্থার দেওয়া অতি মাত্রায় উঁচু রেট দেখলে সাবধানতা অবলম্বন করাই ভাল।

[আরও পড়ুন: এবার সহজ শর্তে মিলবে চাহিদা মাফিক লোন, গ্রাহকদের পাশে SBI]

যেমন ধরুন PNB Housing Finance, যদি নির্দিষ্ট কোনও নাম বলতে হয়, PNB নিয়ে দ্বিমত থাকার কথা নয়। সংস্থাটিও বেশ নামী ও পুরোনো। রেটগুলি এই মুহূর্তে খুব আকর্ষণীয়। এমন অন্য উদাহরণও পাবেন যদি মার্কেটে খোঁজ করেন। একসঙ্গে উচ্চারিত হয় (মোটামুটি তুলনীয়) কোম্পানিগুলির রেট পাশাপাশি ফেলে, মিলিয়ে দেখতে ক্ষতি কী? এবং একইসঙ্গে রেটিংগুলিও খতিয়ে দেখে নিন। তারপর সিদ্ধান্ত আপনার। প্রয়োজনে পেশাদারের সাহায্য নিতে দ্বিধা বোধ করবেন না।

বলে রাখি ফিক্সড ডিপেজিট বা স্থায়ী আমানত পূর্ব বা উত্তর—পূর্ব ভারতের বিনিয়োগকারীদের কাছে প্রয়োজনীয় এবং প্রাধান্যের বিষয়। সেটি সরকারি হোক বা বেসরকারি সংস্থা। বিনিয়োগের সময় অবশ্যই ক্রেডিট রেটিং নূ্যনতম AA+ দেখে করবেন।

অভিজ্ঞতার ভিত্তিতে জানিয়ে রাখি–
#সুদের হার আরও বদলাতে চলেছে।
#ডিপোজিট বাজারে তার প্রতিফলন দেখতে পারবেন।
#এই সংক্রান্ত খবরাখবরের দিকে চোখ রাখুন।
#নিজের জন্য যে টার্ম (বা টার্মগুলি) ঠিক হবে, বেছে নিন। একাধিক বিকল্পের মধ্যে থেকে চয়ন করুন।
#আনুসঙ্গিক কোনও শর্ত আছে কি না, তাও খুঁজে দেখুন।

পরিশেষে বলি, নির্দ্বিধায় লগ্নি করুন ভাল সংস্থার ডিপোজিটে। নির্দিষ্ট হারে সুদ পাবেন, রোজগারের পন্থা সুদৃঢ় হবে। তাতে লাভ আপনারই। মেক ইট কাউন্ট।

বি.দ্র- চড়া সুদের লোভে অন্ধ হয়ে চিট ফান্ডে বিনিয়োগ করবেন না। যদি নির্ভরযোগ্য এবং নামী সংস্থার ডিপোজিট কিনতে চান তাহলে পরামর্শদাতার মতামত অবশ্যই নেবেন। তিনিই আপনাকে সাহায্য করবেন, সতর্কও করে দেবেন।

(লেখক এমডি ও সিইও স্কিলএজ ডিজিগুরুকুল অ্যাকাডেমি)

[আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে লগ্নি করতে চান, তাহলে অবশ্যই জেনে নিন এই বিষয়গুলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement