Advertisement
রং-তুলিতে বিবেক জয়ন্তী উদযাপন, ৯৫ পল্লিতে বসে আঁকো প্রতিযোগিতায় মাতল ৫০০ খুদে
আঁকা প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি খুদেরা।
স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস উপলক্ষে যোধপুর পার্ক উৎসবের পক্ষে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন।
আঁকা প্রতিযোগিতার বিচারক ছিলেন স্বনামধন্য শিল্পী সুশান্ত শিবানী পাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৫ পল্লি ক্লাবের চেয়ারম্যান তথা বিধায়ক দেবাশিস কুমার,মেয়র পারিষদ অসীম বসু এবং ক্লাব সভাপতি বিজয় দত্ত।
ওই প্রতিযোগিতায় অংশ নেয় অন্তত ৫০০ খুদে। ৪টি বিভাগে ভাগ করা হয় প্রতিযোগীদের। এবার অবশ্য কোনও বয়সের বাধানিষেধ ছিল না। যে কোনও বয়সের ইচ্ছুক খুদেরাই অংশ নিতে পারে আঁকা প্রতিযোগিতায়।
Published By: Sayani SenPosted: 07:10 PM Jan 12, 2025Updated: 07:10 PM Jan 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ