Advertisement
'রং দে তু মোহে গেরুয়া...', ভরা শীতে ঋতাভরীর মনে বসন্ত
'ফাটাফাটি' ছবিতে আগুনে রূপ ঋতাভরীর। রঙিন অ্যালবাম না দেখলেই মিস!
বছরের শুরুতেই 'ফাটাফাটি' ছবিতে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিলেন ঋতাভরী চক্রবর্তী। রূপের আগুনে ২০২৫ সালকে স্বাগত জানালেন অভিনেত্রী।
ভরা শীতে ঋতাভরীর মনে বসন্ত। নতুন ফটোশুটে মনের ঋতুবদলের কাহন তুলে ধরলেন অভিনেত্রী। পোশাকে, ব্যাকগ্রাউন্ডে গেরুয়া ছোঁয়া। বোল্ড ঋতাভরীর ছবিতে মুগ্ধ নেটপাড়া। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা অভিনেত্রী। চেহারাতেও সেই লাবণ্য ফুটে উঠেছে।
শোনা যাচ্ছে, প্রেমিক সুমিত অরোরার সঙ্গে চলতি বছরেই থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিং করবেন ঋতাভরী চক্রবর্তী। বাঙালি এবং পাঞ্জাবি, উভয় মতেই বিয়ে হবে। ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে রিসেপশনের কথাও রয়েছে।
সুমিত অরোরা আবার শাহরুখ খান ঘনিষ্ঠ বলিউডের জনপ্রিয় সংলাপ লেখক। 'জওয়ান', 'ফ্যামিলি ম্যান' থেকে 'স্ত্রী'য়ের মতো সিনেমায় কাজ করেছেন।
সুমিত অরোরার সঙ্গে 'জওয়ান'-এর একটি প্রোমোর জন্য কোলাব করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেইসময়ে নাকি অভিনেত্রীর লেখনীর প্রশংসা করেছিলেন খোদ বলিউড বাদশা। 'জওয়ান' ছবির সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে মাথা খাটিয়ে প্রোমোর জন্য কেতাদুরস্ত ডায়লগ সাজিয়েছিলেন ঋতাভরী।
ঋতাভরীর পরনে নুডলস স্ট্র্যাপের খোলামেলা গাউন। গায়ে নেটের ওড়না। পোশাকের ফাঁক থেকে কখনও উন্মুক্ত পিঠ আবার কখনও বা বক্ষবিভাজিকা উঁকি দিচ্ছে।
২০২৪ সাল অভিনেত্রীকে দিয়েছে 'বহুরূপী'র মতো সিনেমা। পরীর চরিত্রে দর্শকদের প্রশংসা আদায় করেছেন অভিনেত্রী। আগামীতে মৈনাক ভৌমিক পরিচালিত 'গৃহস্থ'তে দেখা যাবে ঋতাভরীকে।
Published By: Sandipta BhanjaPosted: 04:42 PM Jan 13, 2025Updated: 04:42 PM Jan 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ