Advertisement
বাথটবে বেপরোয়া ফতিমা, নায়িকার জন্মদিনে স্পেশাল ফটোশুট না দেখলেই মিস!
শিশুশিল্পী থেকে নায়িকা, আমিরের সঙ্গে প্রেমের জল্পনা, ফতিমার বুকের পাটা বরাবরই চর্চায়!
শিশুশিল্পী থেকে নায়িকা, আমিরের সঙ্গে প্রেমের জল্পনা, বরাবর বেপরোয়া ফতিমা সানা শেখ। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। 'ইশক', 'চাচি ৪২০', 'ওয়ান টু কা ফোর'-এর মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। বড় হয়ে আবার বাঁধিয়েছেন 'দঙ্গল'।
সোশাল মিডিয়াতেও আগুনে রূপে অনুরাগীদের মুগ্ধ করেন ফতিমা সানা শেখ। তাঁর বোল্ড ছবি মাঝেমধ্যেই চর্চার শিরোনামে বিরাজ করে। ১১ জানুয়ারি, অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ ফটোশুটের ঝলক। যেখানে বাথটবে বেপরোয়া মেজাজে দেখা যাচ্ছে তাঁকে।
শ্রীনগরের মুসলিম পরিবারের সন্তান ফতিমার মা। নাম রাজ তবস্সুম। অভিনেত্রীর বাবা বিপিন শর্মা আবার জম্মুর হিন্দু পরিবারের ছেলে। ফতিমা নিজেকে নাস্তিক বলেই দাবি করেন।
Published By: Sandipta BhanjaPosted: 08:55 PM Jan 11, 2025Updated: 08:55 PM Jan 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ