শাহরুখ-সলমনের আলিঙ্গন, আড্ডায় দুই রণবীর! দেখুন ফড়ণবিসের 'গ্ল্যামারাস' শপথগ্রহণ
ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানের অ্যালবাম দেখুন।
Tap to expand
বৃহস্পতিবার সন্ধেয় মুম্বইয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। আর তাঁকে শুভেচ্ছা জানাতেই আজাদ ময়দানে পৌঁছে গেলেন বলিউডের খান-কাপুর সাম্রাজ্যের প্রতিনিধিরা।
Tap to expand
মহারাষ্ট্রের মসনদে ফের ফড়ণবিস, মুখ্যমন্ত্রীর শপথগ্রহণে শাহরুখ, সলমন-সহ বলিউডি চাঁদের হাট। মুকেশ আম্বানির সঙ্গে সলমনের সোয়্যাগ!
Tap to expand
গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের সমাবেশে শপথগ্রহণ অনুষ্ঠান হয়ে উঠল জমজমাট। তালিকায় কে নেই? শাহরুখ, সলমন-সহ রণবীর কাপুর, রণবীর সিং-সহ আরও অনেকে।
Tap to expand
শচীন তেন্ডুলকর এবং তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের সঙ্গে কুশল মঙ্গল বিনিময়ে রণবীর কাপুর এবং রণবীর সিং।
Tap to expand
মন দায়িত্ববাণ নাগরিক হিসেবে ভোট দিতে গিয়েছিলেন, ঠিক তেমনই এবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে পৌঁছে গেলেন বলিউড তারকারা। প্রাণনাশের হুমকির মাঝেই শপথগ্রহণ অনুষ্ঠানে ভাইজান।
Tap to expand
দেবেন্দ্র ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানেই দুই রণবীরকে দেখা গেল একফ্রেমে। স্ত্রীয়ের একসমকার প্রাক্তনকে নিয়ে মনে কোনও দ্বিধা-দ্বন্দ্ব রাখেননি রণবীর সিং। বলিপাড়ার দুই রণবীরকে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল।
Tap to expand
এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস। আর সেখানেই চাঁদের হাট। স্বল্প সময়ের আমন্ত্রণেই সেই অনুষ্ঠানে হাজির শাহরুখ, সলমন-সহ বলিউডের প্রথম সারির তারকারা। (ছবি- পিটিআই )
Published By: Sandipta BhanjaPosted: 08:05 PM Dec 05, 2024Updated: 08:08 PM Dec 05, 2024
ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানের অ্যালবাম দেখুন।