ফটো গ্যালারি মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরা সফর শুরু মমতার, বানালেন সিঙারা, সাজলেন পানও 07:28 PM Feb 06, 2023 | Paramita Paul Advertisement Tap to expand বিধানসভা ভোটের আগে দু'দিনের সফরে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। Tap to expand ইস্তেহার প্রকাশের ২৪ ঘণ্টা পর দু'দিনের সফরে ত্রিপুরায় গেলেন তৃণমূল সভানেত্রী। জনসভার পাশাপাশি পদযাত্রায় অংশ নেবেন তিনি। Tap to expand আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন দলীয় নেতৃত্ব। Tap to expand বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। Tap to expand 'ত্রিপুরায় এলে মনে হয় নিজের ঘরে এসেছি। আমি মনে করি এটা আমার নিজের ঘর।' বিমানবন্দের দাঁড়িয়ে বললেন নেত্রী। Tap to expand বিমানবন্দর থেকে তিনি ও অভিষেক চলে যান সোজা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। Tap to expand মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরার মানুষের মঙ্গল কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। Tap to expand এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জনসংযোগ করেন তৃণমূল নেত্রী। রাস্তার পাশের চপের দোকানে সান্ধ্য আড্ডা জমিয়েছিলেন তিনি। Tap to expand চপের দোকানে সিঙারা বানান মমতা। চায়ে চুমুকও দিলেন তিনি। Tap to expand পাশের পানের দোকানে পানও সাজেন তৃণমূল নেত্রী। 'ত্রিপুরায় এলে মনে হয় নিজের ঘরে এসেছি', বললেন তৃণমূল নেত্রী। Advertisement Loading videos... Subscribe
ফটো গ্যালারি শ্রীরামকৃষ্ণ, স্বামীজির শরণে রাষ্ট্রপতি, বঙ্গ সফরের শেষ দিনে বেলুড় মঠ, শান্তিনিকেতনে দ্রৌপদী মুর্মু
ফটো গ্যালারি দু'দিনের সফরে বঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেজে উঠছে জোড়াসাঁকো থেকে বিশ্বভারতী