Tap to expand বোলপুর পৌঁছেই সোনাঝুরির পাশের একটি হাটে ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে কাছে পেয়েই সমস্যার কথা জানালেন ব্যবসায়ীরা। বললেন, সোনাঝুরিতে প্রচুর বিক্রি হলেও এই হাটে কেনাবেচা বিশেষ হয় না।
Tap to expand প্রতিটি দোকানের সামনে দাঁড়িয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। বললেন, ঠিক মতো প্রচার করা হলে বাড়বে এই হাটের কেনাবেচা। হাটের নাম দিলেন লালমাটি কর্মতীর্থ।
Tap to expand দোকানে দোকানে ঘুরে সকলের হাতের কাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। জানালেন, হাট থেকে ব্যাগ কিনেছেন তিনি। প্রশংসা করলেন হাতের কাজের।
Tap to expand ব্যবসায়ীদের সন্তানদের সঙ্গে মশকরা করলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নিলেন কোন ক্লাসে পড়ে। মজার ছলে খুদেকে জিজ্ঞেস করলেন, "তুমি খাও না? স্লিম হবে?"
Tap to expand এক খুদেকে নীল রঙের পাঞ্জাবি কিনে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছ থেকে এই উপহার পেয়ে আপ্লুত খুদে ও তাঁর মা।
Tap to expand এদিন মুখ্যমন্ত্রী জেলাশাসককে নির্দেশ দিয়েছেন আদিবাসী নাচ-গানের মধ্যে দিয়ে এই হাটের প্রচার করার।
Tap to expand হাটে বিকিকিন দেখতে দেখতে সেখানে থাকা বিশেষ বাদ্যযন্ত্র বাজাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সব মিলিয়ে খোশমেজাজে দেখা গিয়েছে তাঁকে।