Advertisement
ধর্মতলা-বাবুঘাট যেন 'মিনি গঙ্গাসাগর', ট্রানজিট পয়েন্টে জনারণ্য
মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সাগরে ডুব দেওয়ার আগে কলকাতায় ঘাঁটি গেড়েছেন সাধু-সন্তরা।
কলকাতার ধর্মতলা ও বাবুঘাট চত্বর এখন 'মিনি গঙ্গাসাগর'। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সাগরে ডুব দেওয়ার আগে কলকাতায় ঘাঁটি গেড়েছেন সাধু-সন্তরা। ছবি: অমিত মৌলিক
গঙ্গাসাগরে যাওয়ার ট্রানজিট রুট বাবুধাট। সাতদিনে প্রায় ১ লক্ষ সাধু-সন্ত ভিড় জমান এখানে। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করে রাজ্য সরকার। ছবি: অমিত মৌলিক
পুণ্যার্থীদের ঘিরে কার্যত মেলা বসে যায় এই চত্বরে। তৈরি হয় ছোট ছোট অসংখ্য অস্থায়ী দোকান। ছবি: অমিত মৌলিক
Published By: Paramita PaulPosted: 04:39 PM Jan 11, 2025Updated: 04:39 PM Jan 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ