ভারতের ধনকুবেরদের তালিকা প্রকাশ ফোর্বসের, নজর কাড়লেন দেশের মহিলারা
12:36 PM Nov 30, 2022 | Anwesha Adhikary
Advertisement
Tap to expand ভারতীয় ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করল ফোর্বস। বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি এই তালিকায় শীর্ষে রয়েছেন। তাঁর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ১২ লক্ষ কোটি টাকা। কিছুদিন আগে বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হিসাবে উঠে এসেছিলেন তিনি।
Tap to expand ফোর্বসের সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, গত বছরের তুলনায় ভারতের ধনীতম ব্যক্তিদের সম্পত্তির পরিমাণ অনেক বেড়েছে। ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হিসাবে এই তালিকায় রয়েছে মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ কোটি টাকা।
Tap to expand ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশে থাকা একমাত্র মহিলা সাবিত্রী জিন্দাল। ফোর্বস তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন জিন্দল গোষ্ঠীর প্রধান। হরিয়ানা সরকারের প্রাক্তন মন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা।
Tap to expand চলতি বছরেই প্রয়াত হয়েছেন শেয়ার বাজারের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালা। আকাশ এয়ার নামে নয়া বিমান সংস্থা চালু করার মাত্র এক সপ্তাহের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা ভারতের ধনীতমদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ৩০ নম্বরে রয়েছেন রেখা।
Tap to expand ধনীতম ব্যক্তিদের তালিকায় নয়া মুখ ফাল্গুনি নায়ার। ফ্যাশন ব্র্যান্ড নাইকার প্রতিষ্ঠাতা তিনি। ব্যাংকের চাকরির মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ৫০ বছর বয়সে ইস্তফা দিয়ে, সম্পূর্ণ নিজস্ব পুঁজিতে নাইকা প্রতিষ্ঠা করেন। সদ্য প্রকাশিত তালিকায় ৪৪তম স্থানে রয়েছেন ফাল্গুনি।
Tap to expand ফোর্বস তালিকায় ৫১ নম্বরে রয়েছেন লীনা তিওয়ারি। বাবা বিথাল গান্ধীর তৈরি করা ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালকিন তিনি। মূলত ডায়াবেটিস ও হৃদরোগের ওষুধ বানায় তাঁর সংস্থা ইউএসভি ইন্ডিয়া।
Tap to expand ধনীতম ভারতীয়দের তালিকায় রয়েছেন দিব্যা গোকুলনাথ। স্বামীর সঙ্গে মিলে তৈরি করেছিলেন জনপ্রিয় এডুটেক সংস্থা বাইজুস। মাত্র ৩৬ বছর বয়সে কনিষ্ঠতম ধনী ব্যক্তি হিসাবে ফোর্বস তালিকায় জায়গা করে নিয়েছেন। ৫৪তম স্থানে রয়েছেন দিব্যা।
Tap to expand ফোর্বস তালিকা থেকে বেরিয়ে গেলেও আবার ফিরে এসেছেন অনু আগা। স্বামীর তৈরি ইঞ্জিনিয়ারিং সংস্থা থারম্যাক্সে কর্মী হিসাবেই কাজ করতেন তিনি। স্বামীর মৃত্যুর পরে সংস্থার দায়িত্ব নেন অনু। সাম্প্রতিক তালিকায় ৮৮তম স্থানে রয়েছেন তিনি।
গত বছরের তুলনায় বেড়েছে ভারতের ধনী ব্যক্তিদের সম্পত্তির পরিমাণ।