মারাদোনা থেকে জিদান, বিশ্বকাপে বিতর্কিত কারণে লালকার্ড দেখেছেন বহু কিংবদন্তি, দেখুন ছবি
03:33 PM Dec 03, 2022 | Subhajit Mandal
Advertisement
Tap to expand ব্রাজিলের বিরুদ্ধে গোল। জীবনের স্বপ্নপূরণ হতেই জার্সি খুলে উড়িয়ে দিলেন ক্যামেরুনের অধিনায়ক ভিক্টর আবুবকর। সেই সঙ্গে জড়িয়ে পড়লেন বিতর্কে। জার্সি খোলায় লাল কার্ড দেখতে হয় তাঁকে। ছবি: সংগৃহীত
Tap to expand এর আগেও বিশ্বকাপে একাধিক কিংবদন্তি বিতর্কিত আচরণের জন্য লালকার্ড দেখেছেন। সেই তালিকায় নাম রয়েছে রুনি, বেকহ্যাম, মারাদোনা, জিদানরা। ছবি: সংগৃহীত
Tap to expand ২০০৬ বিশ্বকাপে তরুণ ওয়েন রুনি পর্তুগালের বিরুদ্ধে খেলা চলাকালীন ঝামেলায় জড়িয়ে পড়েন। সেসময় রোনাল্ডো নাকি তাঁকে চোখ মেরেছিলেন। পালটা রুনি ধাক্কা দেন। শেষপর্যন্ত রুনিকে লালকার্ড দেখানো হয়। শেষ পর্যন্ত সেই কোয়ার্টার ফাইনাল হারতে হয় ইংল্যান্ডকে। ছবি: সংগৃহীত
Tap to expand ২০১০ বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে হাত দিয়ে গোল বাঁচানোয় লালকার্ড দেখেন সুয়ারেজ। খেলার শেষ মুহূর্তে হাত দিয়ে নিশ্চিত গোল বাঁচান উরুগুয়ে অধিনায়ক। পেনাল্টি পায় ঘানা। কিন্তু সেটি থেকে গোল করতে পারেননি ঘানার আসামোহা গিয়ান। সেটা ছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। শেষ পর্যন্ত ম্যাচ জেতে উরুগুয়ে। ছবি: সংগৃহীত
Tap to expand ১৯৮২ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলায় মেজাজ হারিয়ে লালকার্ড দেখেন কিংবদন্তি মারাদোনা। বিপক্ষের ফুটবলার জোয়াও বাতিস্তাকে লাথি মেরেছিলেন দিয়েগো। সেই ম্যাচটি ৩-১ গোলে হারে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
Tap to expand রুনির অনেক আগে ইংল্যান্ডের আরেক মহাতারকা লালকার্ড দেখে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করেন। ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে সেই বিপক্ষকে লাথি মেরেই লালকার্ড দেখেন বেকহ্যাম। ছবি: সংগৃহীত
Tap to expand ২০০৬ বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের কুখ্যাত লালকার্ড দেখার ঘটনা অনেক ফুটবলপ্রেমীর মনে থাকবে। ফাইনালে মার্কো মাতেরেজ্জিকে হঠাত হেড মেরে বসেন জিদান। সেকারণেই তাঁকে লালকার্ড দেখান রেফারি। সেই ফাইনাল পেনাল্টি শুটআউটে জেতে ইটালি। ছবি: সংগৃহীত
ব্রাজিলের বিরুদ্ধে ক্যামেরুনের আবুবকরের লালকার্ড মনে করিয়ে দিল এই বিতর্কিত ঘটনাগুলি।