Advertisement
শীত পড়তেই তেহট্টে পরিযায়ী পাখির ঝাঁক, চোরাশিকারিদের রুখতে রাতভর অভিযান বনদপ্তরের
রইল সেই ছবি।
শীত পড়তেই বাংলায় আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। তৎপর পাখি শিকারীরাও। তাঁদের ধরতে এবার গভীর রাতে বিশেষ অভিযান চালালো তেহট্ট বন বিভাগের আধিকারিকরা। শনিবার রাতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কেবলমাত্র পাখিদের বাঁচাতে লোকালয় থেকে কয়েক কিলোমিটার দূরে তেহট্ট থানার চাঁপাগাড়া মাঠে বিশেষ অভিযান চালালো বনবিভাগের আধিকারিকরা।
কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও শিকারিদের পেতে রাখা চায়না জাল-সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জালে আটকে পড়া বেশ কয়েকটি পাখিকেও।
বেশ কয়েক কিলোমিটার ব্যাসার্ধের এই চাঁপাগাড়া মাঠে প্রত্যেক বছরের মত শীতের শুরুতেই এই মাঠে আসতে শুরু করে পরিযায়ী পাখির দল। পাখি আসে তেহট্ট ডাউকের মাঠ, আশরাফপুর বিল, পাথরঘাটা বিল-সহ মহকুমার বিভিন্ন জলাশয়গুলিতেও।
স্থানীয় চাঁপাগাড়া মাঠের আয়তন এলাকার মধ্যে সবচেয়ে বড়। এই মাঠের তুলনা একটু নিচু জায়গায় জলাশয়গুলিতে পরিযায়ী পাখিদের পাশাপাশি বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি নজরে পড়ে। বিশেষত হাঁসপাখি, চ্যাগা, বিভিন্ন প্রজাতির বক, মাছরাঙ্গা সহ বেশ কিছু প্রজাতির পরিযায়ী ও স্থানীয় পাখিদের লক্ষ্য করা যায়।
এই সমস্ত জায়গায় পরিযায়ী পাখির আগমনের শুরু হতেই পাখি শিকারিদের আনাগোনাও শুরু হয়ে যায়। চায়না জাল বিছিয়ে চলে পাখি শিকার। বিশেষ এই চায়না জালের সংস্পর্শে আসলেই পাখিদের আর ওড়ার ক্ষমতা থাকে না। ভোর রাতে পাখিগুলি সংগ্রহ করে বরাত অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে দেয় চোরা শিকারীরা। শুধু পরিযায়ী পাখি নয়, জলাশয়ের মধ্যে জাল এবং ফাঁদ পেতে পরিযায়ী পাখিদের পাশাপাশি হাঁসপাখি, বক, চ্যাগা সহ সমস্ত ধরনের পাখি শিকারও চলে।
Published By: Kousik SinhaPosted: 05:18 PM Dec 07, 2025Updated: 05:19 PM Dec 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
