Advertisement
কড়া নিরাপত্তায় মোড়া গঙ্গাসাগর, বর্ণাঢ্য মেলার শুভ সূচনায় উপস্থিত মন্ত্রী-জেলাশাসক
সাগরমেলায় ইতিমধ্যেই হাজির হতে শুরু করেছেন ভক্ত, পূণ্যার্থীরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেছিলেন আগেই। আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০২৫ গঙ্গাসাগর মেলার শুভ সূচনা করা হল।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নীল সাদা বেলুন আকাশে উড়িয়ে ২০২৫ গঙ্গাসাগর মেলা শুভ সূচনা করা হয়। গঙ্গাসাগর মেলার শুভ সূচনা উপলক্ষে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, দমকল বিভাগ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় পা মেলান জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
আজ থেকেই সমগ্র গঙ্গাসাগর মেলা এলাকাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমের সূচনা করা হল।
এই মেগা কন্ট্রোল রুম থেকে মেলার কটা দিন প্রায় ১২০০ সিসি ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্টে ২৪ ঘন্টা নজরদারি চালানো হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জল-স্থলে সর্বত্রই থাকছে বাড়তি নজরদারি।
Published By: Suhrid DasPosted: 08:56 PM Jan 10, 2025Updated: 09:28 PM Jan 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ