নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় হু হু করে জল ঢুকছে উপকূলবর্তী গ্রামে, সোমবারও চলবে বৃষ্টি
08:25 PM Aug 14, 2022 | Tiyasha Sarkar
Advertisement
Tap to expand বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে বাংলা। নিম্নচাপ ও ভরা কোটালে জেরে নাজেহাল দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। ছবি: বিশ্বজিৎ নস্কর।
Tap to expand সকাল থেকেই সুন্দরন, কাকদ্বীপ, গোসাবা, সাগর এলাকায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ভেঙেছে একাধিক নদীর বাঁধ। ছবি: বিশ্বজিৎ নস্কর।
Tap to expand বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। হু হু করে জল ঢুকছে গ্রাম। পরিস্থিতি সামাল দিতে বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছএন স্থানীয়রাই। ছবি: বিশ্বজিৎ নস্কর।
Tap to expand পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন। বৃষ্টিতে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাথমিকভাবে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। ছবি: বিশ্বজিৎ নস্কর।
Tap to expand উপকূলীয় এলাকায় বেশি প্রভাব পড়লেও রাজ্যের প্রায় সব জেলাই এদিন দিনভর ভেসেছে বৃষ্টিতে। ছবি: অমিয় পাত্র।
Tap to expand এক হাঁটু জল পেরিয়ে ছাতা মাথায় দিতে গন্তব্যের উদ্দেশে আমজনতা। কবে কমবে বৃষ্টি? সেই অপেক্ষায় রাজ্যবাসী। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: অমিয় পাত্র।