তাব্বুর রূপের তৃষ্ণা, অভিনেত্রীর নতুন ছবিতে মন্ত্রমুগ্ধ অনুরাগীরা
বয়স যেন তাব্বুর কাছে সংখ্যামাত্র।
Tap to expand
তবসুম ফতিমা হাসমি। এই নামে লোকজন তাঁকে কমই চেনে। যে নাম একডাকে সাড়া ফেলে দেয়, তা তাব্বু। যেমন অভিনয়, তেমনই রূপের জাদু। তাতেই তৃষ্ণার্ত অনুরাগীদের মন।
Tap to expand
হায়দরাবাদি মুসলিম পরিবারে জন্ম তাব্বুর। অভিনেত্রীর বাবা জামাল আলি হাশমি সাতের দশকে পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। পরে ভারতে চলে আসেন তাঁর মা রিজওয়ানার সঙ্গে থাকতে।
Tap to expand
অভিনেত্রী ফারহার বোন তাব্বু। শাবানা আজমি ও তনভি আজমির আত্মীয়। শিশুশিল্পী হিসেবেই বলিউডে অভিনেত্রীর কেরিয়ার শুরু।
Tap to expand
নায়িকা হিসেবে তাব্বুর সফর শুরু তেলুগু সিনেমা 'কুলি নম্বর ১' দিয়ে। তারপর 'বিজয় পথ', 'প্রেম', 'হিম্মত'-এর মতো একাধিক ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন তাব্বু।
Tap to expand
অভিনেত্রী যেমন একদিকে বাণিজ্যিক সিনেমা করেছেন, আরেক দিকে তাঁর ঝুলিতে রয়েছে 'মাচিস', 'হু তু তু', 'নেমসেক', 'চাঁদনী বার', 'মকবুল', 'দৃশ্যম', 'হায়দর'-এর মতো সিনেমা।
Tap to expand
চলতি বছরে তাব্বুকে দেখা গিয়েছে 'ক্রু' আর 'অউরো মে কাহা দম থা' সিনেমায়। আন্তর্জাতিক 'ডিউন' সিরিজেরও গুরুত্বপূর্ণ অঙ্গ ৫৩ বছরের অভিনেত্রী।
Tap to expand
পঞ্চাশ পেরিয়েও অবিবাহিত তাব্বু। একসময় নায়িকার সঙ্গে দক্ষিণী স্টার নাগার্জুনের প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে এখন তিনি নিজের একাকী জীবনেই খুশি। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 06:02 PM Dec 21, 2024Updated: 09:05 PM Dec 21, 2024
বয়স যেন তাব্বুর কাছে সংখ্যামাত্র।