Advertisement
বাঁশের ব্যারিকেডে উঠে জনতার সঙ্গে হাত মেলালেন মমতা! ফিটনেস দেখে তাজ্জব সকলে
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিটনেসের ছবি সোশাল মিডিয়ায় প্রশংসা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
দিনভর স্বল্পাহার, কঠোর পরিশ্রম, কয়েক কিলোমিটার হাঁটা। উনসত্তর বছর বয়সেও প্রায় নীরোগ থেকে দৌড়ঝাঁপ করে কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা সত্যিই ঈর্ষণীয়।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর জনসংযোগ করতে বেরিয়ে তাঁকে যে রূপে দেখা গেল, তাতে ফিটনেস দেখে তাজ্জব সকলে। দেখা গেল, বাঁশের ব্যারিকেডের উপর উঠে আরেকটি বাঁশে ভর দিয়ে ওপারে আমজনতার সঙ্গে হাত মেলাচ্ছেন মুখ্যমন্ত্রী!
চারদিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস ডুয়ার্স থেকে পালন করার কথা বলেছিলেন তিনি। সেই উদ্দেশে মঙ্গলবার আলিপুরদুয়ারে গিয়েছেন। বুধ ও বৃহস্পতিবার সেখানে ছিলেন।
বৃহস্পতিবার হাসিমারায় সুভাষিণী চা বাগান এলাকায় নেতাজির জন্মজয়ন্তী পালন করার পর তিনি রাস্তায় বেরন জনসংযোগ করতে। জেলা সফরে এটাই তাঁর নিয়মিত রুটিন।
Published By: Sucheta SenguptaPosted: 08:34 PM Jan 23, 2025Updated: 08:35 PM Jan 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ