জন্মদিনে মোদিকে বিশেষ পরামর্শ শাহরুখের, অক্ষয়-শিল্পারা কী লিখলেন?
06:43 PM Sep 17, 2022 | Suparna Majumder
Advertisement
Tap to expand "জীবনের সমস্ত লক্ষ্য পূরণ করার শক্তি ও স্বাস্থ্য আপনার থাকুক। জন্মদিনটা ছুটি নিয়ে ভালভাবে কাটান স্যার", প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন শাহরুখ খান।
Tap to expand প্রধানমন্ত্রীর পছন্দের মানুষ অক্ষয় কুমার। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনের মুখ তিনি। এই ছবিটি আপলোড করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন 'বলিউডের খিলাড়ি'।
Tap to expand 'মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা', টুইটারে লেখেন অমিতাভপুত্র অভিষেক বচ্চন।
Tap to expand ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন সানি দেওল। ভোটে জিতে হন সাংসদ। ছবি শেয়ার করে দলনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Tap to expand প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসক অনুপম খেরও। এই ছবিটি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Tap to expand জন্মদিনে প্রধানমন্ত্রীর সাফল্য ও সুসাস্থ্য কামনা করেছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। তাঁকে প্রণামও জানিয়েছেন।
Tap to expand প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুপ্রেরণা জোগায়। জন্মদিনে তাঁর সঙ্গে তোলা ছবি পোস্ট করে একথাই জানিয়েছেন অজয় দেবগন।
Tap to expand ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুরও।
Tap to expand জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ।