Advertisement
'অভিশপ্ত' টানেলে গড়াল মেট্রোর চাকা, শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে সফল ট্রায়াল রান
শুক্রবার শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথে প্রথম ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ।
দীর্ঘ প্রতিক্ষার অবসান! বউবাজার এলাকার অভিশপ্ত টানেল দিয়ে গড়াল মেট্রোর চাকা। শুক্রবার শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার পথে প্রথম ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ।
এই ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি। ছিলেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের কর্তা ও দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্তারাও।
এমআর ৬০৭ নামের একটি মেট্রো রেক এসপ্ল্যানেড পর্যন্ত আসে। ট্রায়ালের আগে মেট্রোর তরফে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ট্রায়াল রানের পর সকলকে শুভেচ্ছা জানান জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি।
Published By: Subhankar PatraPosted: 06:32 PM Jan 21, 2025Updated: 06:32 PM Jan 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ