Advertisement
তিন ফরম্যাটেই সেঞ্চুরি করে ইতিহাস যশস্বীর, আর কোন ভারতীয়ের রয়েছে এই নজির?
কোনও মহিলা ক্রিকেটার রয়েছেন এই তালিকায়?
ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি। মহিলা-পুরুষ মিলিয়ে মাত্র ৩৭ জন ক্রিকেটারের ঝুলিতে রয়েছে এই অনবদ্য নজির। তার মধ্যে সাতজন ভারতীয় ক্রিকেটার।
এই তালিকায় নবীনতম সংযোজন যশস্বী জয়সওয়াল। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন তিনি। যশস্বীর প্রথম সেঞ্চুরিটি এসেছিল টেস্ট ক্রিকেটে, ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
২০২৩ সালেই অক্টোবর মাসে নেপালের বিরুদ্ধে ১০০ রান করেন বাঁহাতি তরুণ তুর্কি। দু'বছরেরও বেশি সময় পরে এল ওয়ানডে সেঞ্চুরি। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৬ রানে অপরাজিত থাকেন যশস্বী।
প্রথম ভারতীয় হিসাবে তিন ফরম্যাটে সেঞ্চুরির নজির গড়েছিলেন সুরেশ রায়না। ২০০৮ সালে তাঁর প্রথম সেঞ্চুরি আসে হংকংয়ের বিরুদ্ধে, ওয়ানডেতে। ২০১০ সালে মাত্র দু'মাসের ব্যবধানে টি-২০ এবং টেস্টে সেঞ্চুরি করেন রায়না। প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা।
তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মাও। ২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সেঞ্চুরি করেন। ২০১৩ সালে ইডেনে টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন ১৭৭ রান। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসে তাঁর টি-২০ সেঞ্চুরি।
২০১৫ সালে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন কে এল রাহুল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পরের বছরেই মাত্র দু'মাসের ব্যবধানে ওয়ানডে এবং টি-২০ সেঞ্চুরি করেন তারকা ওপেনার। যথাক্রমে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসে তাঁর ওয়ানডে এবং টি-২০ সেঞ্চুরি।
বিরাট কোহলির প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০১২ সালে তিনি টেস্ট সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অধরা টি-২০ সেঞ্চুরি আসে ১০ বছর পর ২০২২ সালে, আফগানিস্তানের বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 05:26 PM Dec 07, 2025Updated: 05:26 PM Dec 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
