ফটো গ্যালারি জনসভা সেরে চায়ে পে চর্চা, দোকানে দাঁড়িয়ে নিজে হাতে চা বানালেন মুখ্যমন্ত্রী 05:43 PM Feb 01, 2023 | Sayani Sen Advertisement Tap to expand বোলপুরে জনসভা সেরে ফেরার পথে ঠিক যেন ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। Tap to expand শান্তিনিকেতনে চায়ের দোকানে দাঁড়িয়ে জনসংযোগ মমতার। Tap to expand চায়ের দোকানের সামনে শুধুমাত্র দাঁড়িয়ে থাকার মানুষ নন মমতা। Tap to expand দুধ, চিনি মেপে মেপে পাত্রে ঢেলে বানালেন চা। নিজের হাতে তৈরি করা চা সকলকে পরিবেশনও করলেন তিনি। Tap to expand চা বিক্রেতার সঙ্গে কথা বলেন মমতা। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, তার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। Tap to expand চায়ের দোকানে যাওয়ার আগে শান্তিনিকেতন শিশুতীর্থ বিদ্যালয়ে যান মমতা। Tap to expand শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেন উপহার। Tap to expand কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন মমতা। Tap to expand স্বয়ং মুখ্যমন্ত্রী দর্শকাসনে থাকায় আপ্লুত পড়ুয়ারা। চায়ের দোকানে যাওয়ার আগে শান্তিনিকেতন শিশুতীর্থ বিদ্যালয়ে যান মমতা। Advertisement Loading videos... Subscribe
ফটো গ্যালারি শ্রীরামকৃষ্ণ, স্বামীজির শরণে রাষ্ট্রপতি, বঙ্গ সফরের শেষ দিনে বেলুড় মঠ, শান্তিনিকেতনে দ্রৌপদী মুর্মু
ফটো গ্যালারি দু'দিনের সফরে বঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সেজে উঠছে জোড়াসাঁকো থেকে বিশ্বভারতী