Advertisement
রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে হাজির কাপুর পরিবার, বলিউড থেকে এলেন কারা?
কিংবদন্তী ‘শোম্যান’-এর জন্মশতবার্ষিকীতে মুম্বইয়ে শুরু হল বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল।
ভারতীয় চলচ্চিত্রের সেই কিংবদন্তী ‘শোম্যান’-এর জন্মশতবার্ষিকীতে মুম্বইয়ে শুরু হল বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল। শুক্রবার সেই সিনে উৎসবের উদ্বোধনে অংশ নিয়েছিলেন গোটা কাপুর পরিবার। সাদা মখমলের শাড়িতে দেখা গেল আলিয়া ভাটকে। অন্যদিকে কালো রঙের গলাবন্ধ পরেছিলেন রণবীর।
রাজ কাপুরের সিনে উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান ও সইফ আলি খান। করিনাকে দেখা গেল গোল্ডেন আনারকলিতে।অন্যদিকে কালো রঙের গলাবন্ধ পরেছিলেন সইফ।
রাজ কাপুরের ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন পরিচালক মহেশ ভাট। মেয়ে আলিয়া ভাটের সঙ্গে ক্যামেরার সামনে পোজও দিলেন তিনি।
Published By: Akash MisraPosted: 01:52 PM Dec 14, 2024Updated: 01:52 PM Dec 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
