প্রজ্ঞার এই রূপই মন কেড়েছে শুভমানের? নায়িকার ছবি থেকে চোখ ফেরানো দায়
বলিউডে সদ্য পা দিয়েছেন প্রজ্ঞা। অক্ষয়ের 'খেল খেল মে' সিনেমায় দেখা গিয়েছিল নায়িকাকে।
Tap to expand
কখনও সইফকন্যা সারা আলি খান, তো কখনও শচীনকন্যা সারা তেণ্ডুলকর। এই দুই সারার সঙ্গেই শুভমান গিলের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। এবার ক্রিকেটারের সঙ্গে প্রজ্ঞা জয়সওয়ালের প্রেমের জল্পনা তুঙ্গে।
Tap to expand
বলিউডে সদ্য পা দিয়েছেন প্রজ্ঞা। ঝুলিতে তাঁর মাত্র দু-তিনটে ছবি। ২০১৪ সালে ‘টিটু এমবিএ’ এবং কয়েকদিন আগে মুক্তি পাওয়া অক্ষয়ের 'খেল খেল মে'।
Tap to expand
তবে বলিউডের আগে দক্ষিণী ছবিতেও কাজ করেছেন প্রজ্ঞা। আর সেখানে বেশ জনপ্রিয় তিনি। অভিনেত্রীর আগামীর ঝুলিতেও তেলুগু সিনেমাই রয়েছে।
Tap to expand
সিনেমার আগে নামকরা সব মেকআপ ব্রান্ডের সঙ্গে কাজ করে মডেলিং জগতে ভালো নাম করেছেন প্রজ্ঞা। গুঞ্জন, এমনই এক বিজ্ঞাপনের শুটিংয়েই নাকি শুভমানের সঙ্গে আলাপ অভিনেত্রীর।
Tap to expand
এক সাক্ষাৎকারে শুভমানের প্রশংসাও করেছিলেন প্রজ্ঞা। নায়িকা বলেন, "শুভমানকে আমার দারুণ পছন্দ। আর আমি তো সিঙ্গল। তাই শুভমানের সঙ্গে ডেট করতে আমার কোনও সমস্যা নেই।"
Tap to expand
ক্রিকেটার ও বলিউড নায়িকার সম্পর্ক নতুন নয়। এই তালিকায় কি তাহলে নতুন সংযোজন প্রজ্ঞা জয়সওয়াল ও শুভমান গিল হতে চলেছে? উত্তর ভবিষ্যৎই দিতে পারবে। ছবি: ইনস্টাগ্রাম ও সংগৃহীত।
Published By: Suparna MajumderPosted: 04:35 PM Dec 07, 2024Updated: 09:22 PM Dec 07, 2024
বলিউডে সদ্য পা দিয়েছেন প্রজ্ঞা। অক্ষয়ের 'খেল খেল মে' সিনেমায় দেখা গিয়েছিল নায়িকাকে।