Tap to expand শাহরুখ খানের 'চাক দে! ইন্ডিয়া' যাঁরা দেখেছেন, তাঁদের নিশ্চয়ই কোমল চৌটালাকে মনে আছে! হ্যাঁ, সেই কোমল চৌটালা ওরফে চিত্রাশি রাওয়াত বসলেন বিয়ের পিঁড়িতে।
Tap to expand প্রেমিক ধ্রুবাদিত্য ভাগওয়ানিকে বিয়ে করলেন চিত্রাশি। শনিবার ছত্তিসগড়ে সেজে উঠেছিল বিবাহবাসর।
Tap to expand জাতীয় স্তরের হকি খেলোয়াড় ছিলেন চিত্রাশি। 'চাক দে! ইন্ডিয়া'র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তারপর বেশ কিছু সিনেমা-সিরিয়ালে অভিনয় করেন।
Tap to expand ধ্রুবাদিত্যও পেশায় অভিনেতা। 'ফ্লাইট', 'ড্যামেজড', 'দ্য গ্রে'র মতো সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।
Tap to expand চিত্রাশি ও ধ্রুবাদিত্যর রেজিস্ট্রি ম্যারেজ করার ইচ্ছে ছিল। কিন্তু দু'জনের পরিবার চেয়েছিল আনুষ্ঠানিক বিয়ে। সেই কথা রেখেই এই আয়োজন বলে জানান অভিনেত্রী।
Tap to expand দিনের বেলার লগ্নতেই বিয়ে হয় চিত্রাশি ও ধ্রুবাদিত্যর। হিন্দি টেলিভিশনের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রাশির 'চাক দে! ইন্ডিয়া'র সহ-অভিনেত্রীরা।
অনুষ্ঠানে সিনেমার অন্যান্য অভিনেত্রীরাও উপস্থিত ছিলেন।