shono
Advertisement

হাফিজের মুক্তিতে কংগ্রেসে উৎসব, গুজরাটে আক্রমণাত্মক মোদি

'চা বিক্রি করেছি, দেশ নয়।' The post হাফিজের মুক্তিতে কংগ্রেসে উৎসব, গুজরাটে আক্রমণাত্মক মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Nov 27, 2017Updated: 02:13 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমিটা তৈরিই ছিল। সোমবার বিধানসভার ভোটের আগে উত্তপ্ত গুজরাটে বিরোধী দল কংগ্রেসকে তুলোধোনা করতে এতটুকু কসুর করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, হাফিজ সইদের মুক্তিতে খুশি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এদিনের সভা থেকে কংগ্রেসের পরিবারতন্ত্রকেও তীব্র কটাক্ষ করেন মোদি। বলেন, কংগ্রেসের আমাকে পছন্দ নয়, কারণ আমি গরিব বাড়ির সন্তান। হ্যাঁ, আমি চা বিক্রি করেছি, কিন্তু দেশকে তো বিক্রি করিনি।

Advertisement

মুম্বই হামলার ন’বছর কেটে গেলেও তার ঘা এখনও দগদগে দেশবাসীর মনে। সদ্যই ওই হামলার মূলচক্রী হাফিজ সইদকে মুক্তি দিয়েছে পাকিস্তান। সেই প্রসঙ্গ তুলে মোদি এদিন বলেন, ‘পাকিস্তানের একটি আদালত একজন জঙ্গিকে বেকসুর বলে মুক্তি দিয়েছে। সেই খবরে খুশি হয়েছে কংগ্রেস। দেখে আমি চমকে গিয়েছি। তারপর ভাবলাম, এতে আশ্চর্য হওয়ার কী রয়েছে? এ তো সেই কংগ্রেস যারা আমাদের সেনার সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্বকে অস্বীকার করেছে। বরং চিনা কূটনীতিবিদকে বিশ্বাস করে ওরা।’

মোদির বক্তব্যের শেষ অংশটুকু রাহুল গান্ধীকে নিশানা করে। ডোকলাম বিবাদের সময় চিনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে রাহুল। সেই প্রসঙ্গ তুলেই মোদি আজ কটাক্ষ করে বলেন, ‘আমাদের সেনা যখন চিনা সেনার চোখে চোখ রেখে তাকিয়ে ছিল, তখন আপনি চিনা প্রতিনিধির সঙ্গে কোলাকুলি করছিলেন।’ মুম্বই হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, মুম্বই হামলার সময় কী প্রত্যুত্তর দিয়েছিল ইউপিএ? এদিন ভুজে মোদির সভা ছিল। যে সভাকে কটাক্ষ করে রাহুল গান্ধী আগেই টুইট করেছেন, ‘নরেন্দ্রভাই, এবার আপনার আশ্বাস তো জলে গেল। জঙ্গি নেতা তো ছাড়া পেয়েই গেল। ট্রাম্প কি আপনাকে দেওয়া আশ্বাস রাখলেন?’

The post হাফিজের মুক্তিতে কংগ্রেসে উৎসব, গুজরাটে আক্রমণাত্মক মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার