shono
Advertisement

‘এই প্রথম নিয়ম ভেঙেছি’, তিন রাজ্য দখলের পরই কেন এমন বলছেন মোদি?

কী নিয়ম ভেঙেছেন প্রধানমন্ত্রী?
Posted: 07:42 PM Dec 03, 2023Updated: 09:23 PM Dec 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমি এই প্রথম নিয়ম ভেঙেছি। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্যের পর সাফ এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি। সেখানেই জানান রাজনীতির কেরিয়ারে কোনওদিন যা করেননি, সেটাই করেছেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে। 

Advertisement

রাজস্থানের (Rajasthan) ধারা মেনেই কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। তার পরেই ভাষণ দিতে গিয়ে বিরোধীদের একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র যখনই কোনও উন্নয়নমূলক কাজ করতে গিয়েছে তখনই কংগ্রেস ও তার সঙ্গী দলগুলো বিরোধিতা করেছে। ইন্ডিয়া জোটকে বিঁধে মোদি বলেন, ভোটবাক্সেই যাবতীয় দুর্নীতির জবাব দিয়েছেন আমজনতা।

[আরও পড়ুন: চার রাজ্যের ভোটযুদ্ধে হেভিওয়েটরা, আমজনতার রায়ে কার জয়, কে পরাস্ত?]

বিরোধীদের বিঁধতে গিয়েই নিজের রাজনৈতিক কেরিয়ারে নিয়ম ভাঙার কথা উঠে এসেছে মোদির মুখে। তিনি বলেন, “এতদিন ধরে রাজনীতি করছি, কোনওদিন ভবিষ্যদ্বাণী করিনি। কিন্তু এবার আমি একটা নিয়ম ভেঙেছি। রাজস্থানে মাওজি মহারাজে কাছে পুজো দিতে গিয়েই বলেছিলাম, রাজস্থানে আর কংগ্রেস সরকার ফিরবে না।” প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি ভবিষ্যৎ দেখতে পাই না। কিন্তু আমি রাজস্থানের মানুষের প্রতি আস্থা রেখেছিলাম। তাঁরাই আজকে ভোটবাক্সে রায় দিয়েছেন।” 

এদিন কংগ্রেসকে (Congress) কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “তেলেঙ্গানা পর্যন্ত যেন আওয়াজ যায়। আজ সততার জয়। আজ জনতার জয়। আত্মনির্ভর ভারতের জয়। সুশাসনের জয়। আত্মনির্ভর ভারতের সংকল্পের জয়।” সেই সঙ্গে বিরোধীদের প্রতি মোদির বার্তা, “আপনারা শুধরে যান। নয়তো মানুষ আপনাদের বেছে বেছে জবাব দেবেন।”

[আরও পড়ুন: মোদিময় গোবলয়! জনতার রায়ে উৎফুল্ল নমোর হুঙ্কার, ‘তেলেঙ্গানা পর্যন্ত যেন আওয়াজ যায়’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement