shono
Advertisement

মন্দিরে মাত্র ২১ টাকা অনুদান মোদির! ‘মিথ্যাচারে’র অভিযোগে প্রিয়াঙ্কাকে নোটিস কমিশনের

নোটিস পাঠানো হল হিমন্ত বিশ্বশর্মাকেও।
Posted: 09:29 PM Oct 26, 2023Updated: 09:29 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এবার প্রিয়াঙ্কা গান্ধীকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে মিথ্যা প্রচার করেছেন। আগামী সোমবারের মধ্যে কংগ্রেস নেত্রীকে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন।

Advertisement

বিজেপি প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছিল। ২০ অক্টোবর রাজস্থানে এক জনসভায় গিয়ে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi) বলেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেবনারায়ণ মন্দিরে গিয়ে প্রণামীর বাক্সে খাম ফেলে এসেছিলেন। সেই খাম খুলে দেখা যায় তাতে মাত্র ২১ টাকা রয়েছে। এ বিষয়ে সত্যমিথ্যা জানি না। তবে প্রধানমন্ত্রী ভোটপ্রচারে গিয়েও এরকমই খাম দেখাচ্ছেন। ভোটের পর দেখা যাবে কিছুই নেই। সব ফাঁকা।” বিজেপির (BJP) অভিযোগ, ওই ভাষণে প্রিয়াঙ্কা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। শুধু তাই নয়, মোদির বিরুদ্ধে মিথ্যাচারও করেছেন তিনি।

[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]

বিজেপির সেই অভিযোগের ভিত্তিতেই প্রিয়াঙ্কাকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। সোমবার বিকালের মধ্যে কংগ্রেস নেত্রী কোনও জবাব না দিলে তাঁর কিছু বলার নেই বলে ধরে নেবে নির্বাচন কমিশন। সেই মতোই তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ক্ষেত্রেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। কংগ্রেসের দাবি, হিমন্ত ছত্তিশগড়ে প্রচারে গিয়ে দলের এক সংখ্যালঘু নেতাকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন।

[আরও পড়ুন: ‘হেমা মালিনীকেও নাচিয়ে ছেড়েছি’, উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!]

তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস অমিত শাহর বিরুদ্ধেও অভিযোগ এনেছিল। তাঁদের বক্তব্য, অমিত শাহ ছত্তিশগড়ে গিয়ে ভূপেশ বঘেল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন। বিজেপি প্রার্থীর ছেলেকে পিটিয়ে মারার অভিযোগও তুলেছেন। সবটাই তিনি বলেছেন সাম্প্রদায়িকতার মোড়কে। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন (Election Commission) কোনও পদক্ষেপ করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement