shono
Advertisement

রানির বাগানে মালি চেয়ে বিজ্ঞাপন বাকিংহামের ওয়েবসাইটে

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর৷ তাই আর দেরি নয়! The post রানির বাগানে মালি চেয়ে বিজ্ঞাপন বাকিংহামের ওয়েবসাইটে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:02 AM Aug 23, 2016Updated: 06:35 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুশকিল আসান উড়ে মালি, রাজপ্রাসাদ কর্মখালি!
তাও আবার যে সে রাজপ্রাসাদ নয়, একেবারে বাকিংহাম প্যালেসের ওয়েব দেওয়ালে পড়েছে এমন বিজ্ঞাপন৷
পদটি অবশ্য মালির৷ কিন্তু, তাতে কী? রাজার থুড়ি রানির বাগানের মালি হওয়া তো কম গর্বের কথা নয়৷ তাই বিজ্ঞাপন পড়তেই হুলুস্থূল পড়ে গিয়েছে দুনিয়ার বাগান-করিয়েদের মধ্যে৷ গাছ-পালা, ফুল-ফলের চর্চাকে মাথায় তুলে আপাতত জবরদস্ত একখান বায়োডাটা বানানোয় মন দিয়েছেন তাঁরা৷
মালি-কে অবশ্য ব্রিটেনেরই হতে হবে এমনটা কোথাও বলা হয়নি৷ দেশ কিংবা জাতির ব্যারিকেডে বাগানের সৌন্দর্যকে বেঁধে রাখতে চান না রানি৷ ভারতের জবা-টগর-অপরাজিতা কিংবা চিনের প্লাম ব্লসম ফুটতেই পারে রানির সাজানো বাগানে৷ তাই মালি উড়ে কিংবা ইতালিয়ান– যে কোনও জাতির হতে পারেন৷ শুধু কুঁড়ে না হলেই হল৷
আসলে রাজপ্রাসাদের বাগানে অনুষ্ঠান লেগেই থাকে৷ রাজা-রাজড়ার খেয়াল বলে কথা৷ কিছু একটা হলেই হল৷ অমনি দেশ বিদেশের উচ্চবংশীয়রা দল বেঁধে হাজির হন৷ আয়োজন হয় হাই প্রোফাইল গার্ডেন পার্টির৷ তাই চটপট বাগান সাজানোর এলেমও থাকতে হবে মালির৷ হতে হবে একাধারে ব্যতিক্রমী ও অন্য ধারে সৃষ্টিশীল৷ করতে হবে হাসিমুখে মুশকিল আসান৷ আর তা হলেই কেল্লা ফতে৷ রানি খুশি হলে উপচে উঠবে উপার্জনের ঝুলি৷ অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে রাজপ্রাসাদের বিজ্ঞাপনে৷
আপাতত মালির বছর প্রতি বেতন ঠিক হয়েছে ১৬ হাজার ৫০০ পাউন্ড৷ অর্থাত্‍ ভারতীয় মুদ্রায় ১৫ লাখ টাকার কাছাকাছি৷ আনুষঙ্গিক হিসাবে থাকছে থাকা-খাওয়ার যাবতীয় সুবিধা৷ মালি ও তাঁর পরিবারের জন্য আলাদা বাড়ি তো দেওয়া হবেই৷ সেই সঙ্গে তাঁদের খাওয়া-দাওয়ার খরচও বহন করবে রাজ পরিবারের সংসারপাতি দেখাশোনার দায়িত্বে থাকা রয়্যাল হাউজহোল্ড৷
নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞাপনে বাকিংহাম জানিয়েছে, কর্মীকে প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের দক্ষতার মানোন্নয়নের সমস্ত ব্যবস্থা করবে তারা৷ সঙ্গে বছরে ৩৩ দিনের ছুটি, ১৫ শতাংশ এমপ্লয়ার কন্ট্রিবিউশন পেনশন প্রকল্প এমনকী কর্মচারীর জন্য বিশেষ মনোরঞ্জন ভাতাও থাকবে৷
কী ভাবছেন? আবেদনপত্র পাঠাবেন? তাহলে বিজ্ঞাপনের বাকি অংশটুকু জেনে নিন৷ আবেদনকারীর খেলার মাঠ তৈরির শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে৷ অন্তত দ্বিতীয় স্তরভুক্ত শংসাপত্রের অধিকারী হতে হবে৷ যে কোনও সময়ে কাজে লেগে পড়ার মানসিকতা থাকা জরুরি৷ সেই সঙ্গে আবেদনকারী যে জাতিরই হোন না কেন, তাঁর ব্রিটেনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর৷ তাই আর দেরি নয়!

Advertisement

The post রানির বাগানে মালি চেয়ে বিজ্ঞাপন বাকিংহামের ওয়েবসাইটে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement