সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বাংলাদেশে মন দিল বিজেপি৷ সংখ্যালঘু হিন্দু সংগঠনগুলির সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়ে দলের সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহাকে বাংলাদেশে পাঠাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব৷
[২০১৯-এও অটুট থাকবে মোদি-রাজ, মত মার্কিন বিশেষজ্ঞদের]
২৪ মার্চ বাংলাদেশে যাচ্ছেন রাহুল সিনহা৷ পাঁচদিনের সফর৷ দলীয় সূত্রে খবর, রাহুলবাবু যেহেতু বাঙালি তাই তাঁর কাঁধে এই বড় দায়িত্ব তুলে দিয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা৷ তবে শুধু সংখ্যালঘু সংগঠনগুলির সঙ্গে কথা বলাই নয়, বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগের সঙ্গেও কথা বলবেন তিনি৷ কাজেই এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ রাহুল বলেছেন, “আমি দলের তরফে দায়িত্ব নিয়ে যাচ্ছি সম্পর্ক বাড়াতে৷” যদিও দলীয় সূত্রে খবর, বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেটাকে রাজনৈতিকভাবে সামনে আনতে চাইছে বিজেপি৷ ঢাকায় বুদ্ধিজীবীদের একটি সম্মেলনেও যোগ দেবেন রাহুল সিনহা৷ সেখানে অন্যতম বক্তাও তিনি৷ ওই সম্মেলনে সমস্ত সম্প্রদায়ের মানুষজনই উপস্থিত থাকবেন৷ এছাড়াও চট্টগ্রামে ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একটি মন্দিরেরও উদ্বোধন করবেন রাহুলবাবু৷ ওই অনুষ্ঠানে আওয়ামি লিগের মন্ত্রী ও সাংসদদেরও উপস্থিত থাকার কথা রয়েছে৷ বাংলাদেশে সংখ্যালঘুদের কয়েকটি সংগঠনের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির এই জাতীয় সচিব৷
[এ কেমন সন্তান!!! ঘাবড়ে গেলেন মা নিজেই]
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে এ রাজ্যে বিজেপির প্রচারে যাতে কাজে লাগানো যায় সে বিষয়ে উদ্যোগী হবেন রাহুল সিনহা৷ বাংলাদেশে যাঁরা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাঁদের অনেকেরই আত্মীয়পরিজন পশ্চিমবঙ্গে আছেন৷ কাজেই ২০১৯-এর লোকসভা নির্বাচনের এক মাস আগে বাংলাদেশের হিন্দুরা এ রাজ্যে এসে তাঁদের আত্মীয়স্বজনদের কাছে বিজেপির হয়ে যাতে প্রচার করেন সেটা নিয়েও সেখানকার হিন্দু সম্প্রদায়ের কাছে আবেদন রাখবেন তিনি৷ এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে আসছেন৷ তার আগে রাহুল সিনহার এই বাংলাদেশ সফরের বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
The post হিন্দুদের উপর অত্যাচারে উদ্বিগ্ন বিজেপি, বাংলাদেশ সফরে রাহুল সিনহা appeared first on Sangbad Pratidin.