shono
Advertisement

Breaking News

কোহলির চেয়েও বেশি বেতন পান ভারতীয় দলের ‘হেডস্যার’শাস্ত্রী

জানেন কি বিসিসিআইয়ের কাছ থেকে ঠিক কত টাকা মাইনে পান তিনি? The post কোহলির চেয়েও বেশি বেতন পান ভারতীয় দলের ‘হেডস্যার’ শাস্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:04 PM Oct 19, 2017Updated: 03:34 PM Oct 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিল কুম্বলের জায়গায় ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরই পেয়েছেন একের পর এক সাফল্য। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছেন বিরাটরা। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। বৃষ্টির জন্য একটি ম্যাচ ভেস্তে যাওয়ায় ১-১ অবস্থায় শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। অর্থাৎ, কোচের পদে বসার পর রবি শাস্ত্রীর মার্কশিট তৈরি করা হলে লেটার মার্কস পেয়েই পাশ করবেন প্রাক্তন এই ক্রিকেটার। দুরন্ত সাফল্যের জন্য বিরাটরা যতটা কৃতিত্ব পেয়েছেন, ততটাই দেওয়া হয়েছে শাস্ত্রীকেও। কিন্তু জানেন কি বিসিসিআইয়ের কাছ থেকে ঠিক কত টাকা মাইনে পান বিরাটদের হেডস্যার?

Advertisement

[কুম্বলেকে জন্মদিনের শুভেচ্ছাই জানালেন না বিরাট, ক্ষুব্ধ নেটিজেনরা]

সম্প্রতি জানা গিয়েছে, বিশ্বের সমস্ত ক্রিকেট কোচেদের মধ্যে সবচেয়ে বেশি মাইনে পান রবি শাস্ত্রীই। তাঁর বার্ষিক আয় ১.১৭ মিলিয়ন ডলার। অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন দুই অজি কোচ ডারেন লেম্যান (০.৫৫ মিলিয়ন ডলার) এবং ট্রেভর বেলিসকে (০.৫২ মিলিয়ন ডলার)। বার্ষিক আয়ের দিক থেকে শাস্ত্রীর আগে রয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের কয়েকজন মাত্র ক্রিকেটার। জানলে হয়তো অবাক হবেন, বিজ্ঞাপন ও অন্যান্য আয় বাদ দিলে ভারত অধিনায়ক বিরাট কোহলির মাইনেও কোচের তুলনায় কম। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিরাটকে বছরে ১ মিলিয়ন ডলার মাইনে দেয়। যদিও অজি অধিনায়ক স্টিভ স্মিথ (১.২৭ মিলিয়ন ডলার) এবং ইংল্যান্ড অধিনায়ক জো রুট (১.৪৭ মিলিয়ন ডলার) শাস্ত্রীর তুলনায় কিছুটা বেশি মাইনে পান।

[ভাইয়ের বউকে নির্যাতন, অভিযোগ এবার যুবরাজের বিরুদ্ধে]

শুধু ভারতে নয়, বাংলাদেশ-পাকিস্তানেও জাতীয় দলের ক্রিকেটারদের তুলনায় কোচ বেশি মাইনে পান। যেমন, বাংলাদেশের কোচ চাণ্ডিকা হাতুরাসিংঘে প্রায় পাঁচগুণ বেশি মাইনে পান সাকিব আল হাসান-তামিম ইকবালদের তুলনায়। আবার অন্যদিকে, পাক কোচ মিকি আর্থার যেমন সরফরাজ আহমেদদের তুলনায় তিনগুণ বেশি মাইনে পান।

এদিকে, দিওয়ালিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়ারা। তবে সবারই একটাই অনুরোধ, এই দিওয়ালি হোক আলোর। ভিডিও মারফত দেশবাসীর কাছে শব্দবাজি এড়িয়ে চলার আরজি বিরাট-হার্দিক-শিখরদের। দেখে নিন সেই ভিডিও:

 

The post কোহলির চেয়েও বেশি বেতন পান ভারতীয় দলের ‘হেডস্যার’ শাস্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার