shono
Advertisement

Breaking News

Relationship News

একঘরে থেকেও সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়ছে? বুঝবেন কীভাবে?

সম্পর্কের উষ্ণতা হারাতে দেবেন না!
Published By: Sayani SenPosted: 06:56 PM Jan 19, 2025Updated: 06:56 PM Jan 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ঘরে থাকছেন। এক ঘরে খাচ্ছেন। এক বিছানায় ঘুমোচ্ছেন। তবে তা সত্ত্বেও বারবার মনে হচ্ছে সঙ্গী অনেকটা বদলে গিয়েছেন? মন বলছে সে আর আগের মতো আপনার প্রতি আগ্রহী নন? বিশেষজ্ঞরা বলছেন, ব্যস্ত জীবন। তার উপর আবার সোশাল মিডিয়ার প্রভাব। সব মিলিয়ে দুটি মানুষের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে খুব কম সময়েই। মানসিক টানাপোড়েন নিয়ে তো আর সম্পর্ক চলে না! বরং এই লক্ষণগুলি দেখে নিশ্চিত হতে পারেন, আপনার সম্পর্কে সত্যিই দূরত্ব বাড়ছে কিনা।

Advertisement

ধরুন আগে অফিস থেকে ফেরার পর সঙ্গী আপনার সঙ্গে সময় কাটাতেন। কিংবা অফিস থেকে বারবার ফোন করতেন। কিন্তু বর্তমানে সেই সঙ্গীরই আচরণ যদি বদলে যায়, তবে অবশ্যই ভাবার সময় এসেছে। যদি দেখেন আপনাকে সময় দিচ্ছেন না। কথা বলাতেও তাঁর অনীহা। কিংবা দিনরাত মোবাইল কিংবা সোশাল মিডিয়ায় বুঁদ। তবে অবশ্যই সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। কী কারণে তাঁর আচরণ বদলে গিয়েছে, তা নিয়ে কথা বলুন।

সঙ্গীর সঙ্গে সত্যি দূরত্ব হয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য আপনি হয়তো তাঁর সঙ্গে অভিনয় করছেন। অল্পতেই চিৎকার চেঁচামেচি করছেন, কান্নাকাটি করছেন, তা সত্ত্বেও সঙ্গীর থেকে বিশেষ গুরুত্ব পাচ্ছেন না? সঙ্গী আপনাকে এড়িয়ে চলছেন? তবে বুঝতে হবে, এই সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। শীতল এই সম্পর্ক কতদিন আর এগিয়ে নিয়ে যেতে পারবেন দুজনে, তা নিয়ে অবশ্যই ভাবনাচিন্তার সময় এসেছে।

এক বিছানায় রোজ ঘুমোচ্ছেন। কিন্তু কাছে আসা হচ্ছে না? যৌনতাতেও অনীহা সঙ্গীর? তবে এখনই কথা বলুন। সঙ্গী কী নতুন কারও সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন নাকি আপনার কোনও কিছুতে তার অভিমান হয়েছে, সে খোঁজ নিন।

 

মনে রাখববেন, সম্পর্ক গড়তে অনেক সময় লাগলেও, ভাঙা অনেক সহজ। তাই তা সহজে হতে দেবেন না। দূরত্ব বাড়তে দেবেন না। বরং যত তাড়াতাড়ি সম্ভব, দুজনে কথা বলুন। দূরত্ব কমান। আবারও আপনাদের ভালোবাসায় সুখের হয়ে উঠুক গৃহকোণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আপনার সঙ্গী সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকলে বুঝতে হবে সঙ্গীর মন উড়েছে আপনার প্রতি।
  • যৌনতাতেও অনীহা সঙ্গীর? অবশ্যই কথা বলুন দুজনে।
  • সম্পর্কের উষ্ণতা হারাতে দেবেন না!
Advertisement